বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষিকার সঙ্গে যৌনতায় লিপ্ত কিশোর, হাতেনাতে ধরলেন মা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:২১ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার

রাগবি প্র্যাকটিস করবে বলে ঘর থেকে বের হয় কিশোর। কিন্তু প্র্যাকটিসে অনুপস্থিত ছিল সে। এই খবর মায়ের কানে পৌঁছাতেই প্রযুক্তির সাহায্য নেন তিনি। লাইফ৩৬০ নামে একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে ছেলে কোথায় আছে বের করেন মা। সে অনুযায়ী একটি পার্কে গিয়ে চোখ কপালে ওঠে তার।

ওই নারী দেখতে পান পার্কের কাছেই একটি গাড়িতে ২৬ বছর বয়সী স্কুল শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে তার কিশোর ছেলে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের মেকলেনবার্গের। ওই শিক্ষিকা সাউথ মেকলেনবার্গ হাই স্কুলে পড়াতেন। খবর নিউইয়র্ক পোস্টের।

এদিকে ছেলেকে শিক্ষিকার সঙ্গে এমন অবস্থায় দেখে ক্ষুব্ধ হন মা। তিনি গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে সোজা পুলিশকে ঘটনাস্থলে ডেকে নেন তিনি। পরে অভিযোগও দায়ের করেন। ওই শিক্ষিকাও স্বীকার করেছেন ছাত্রের সঙ্গে সম্পর্কের কথা। একাধিক বার ঘনিষ্ঠ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই স্কুলে দুজনের সম্পর্কের কথা ঘোরাফেরা করছিল। বিষয়টি কানে এসেছিল কিশোরের মায়েরও। তাই সবসময় ছেলেকে চোখে চোখে রাখতেন। খেলার প্র্যাকটিসে অনুপস্থিত থাকার কথা জেনে তাই সন্দেহ হয়েছিল তার।