মঙ্গলবার   ০৬ মে ২০২৫   বৈশাখ ২২ ১৪৩২   ০৮ জ্বিলকদ ১৪৪৬

কনসাল জেনারেলের নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরি পরিদর্শন

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন নিউয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।

নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার (৯ ডিসেম্বর) কুইন্স পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন কনসাল জেনারেল।

কনস্যুলেট জেনারেল জানায়, কনসাল জেনারেল কুইন্স পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গিয়ে লাইব্রেরির সভাপতি ডেনিস ওয়ালকটের সঙ্গে মতবিনিময় করেন। তারা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও জোরদার করার সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

কুইন্স লাইব্রেরির সভাপতি লাইব্রেরি বিভিন্ন পরিষেবার সংক্ষিপ্ত বিবরণ দেন। কনসাল জেনারেল লাইব্রেরিতে মুজিব কর্নার স্থাপনের জন্য এবং সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনের সুবিধার্থে তার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

তিনি ভাষাগত এবং জাতিগত সাংস্কৃতিক বৈচিত্র্যের চেতনা লালন এবং মানুষে মানুষে যোগাযোগ জোরদার করার জন্য কুইন্স লাইব্রেরির অনুকরণীয় ভূমিকার প্রশংসা করেন।

লাইব্রেরি সংগ্রহকে আরও সমৃদ্ধ করার জন্য সভাপতি আরও বই সংগ্রহের বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।