বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

পরমাণু ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা চায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

রাশিয়ার সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র।এ ক্ষেত্রে মস্কোর মতামত যানতে চাচ্ছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী বনি জেনকিন্স রুশ বার্তা সংন্থা তাসকে এ কথা বলেন।

তাসের রিপোর্টারকে বনি জেনকিন্স বলেছেন, রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সারগেই রিয়াবকোভ সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, পরমাণু ইস্যুতে পুরনো চুক্তি নবায়নে যুক্তরাষ্ট্রের আগ্রহ নেই। তাই রাশিয়া এ ব্যাপারে নতুন কোনো চুক্তিতে যাবে না।

তিনি আরো বলেন, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন- যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনায় বসতে চান রাশিয়ার সঙ্গে।