বাংলাদেশিসহ ১০ হাজার ডিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৩৩ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার

অবৈধ ইমিগ্রান্টদের ব্যাপক ধরপাকড় চলছে
আজকাল রিপোর্ট -
অবৈধ ইমিগ্রান্টদের গ্রেফতার করে ডিপোর্ট করতে মরিয়া হয়ে উঠেছে বাইডেন প্রশাসন। আগামী নির্বাচনে ইমিগ্র্যান্ট প্রশ্নে রিপাবলিকানদের সমালোচনা থেকে রেহাই পাবার জন্য শাসক দল এ পন্থা অবলম্বন করছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত ২ সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি ১১ বাংলাদেশি সহ প্রায় ১০ হাজার কাগজপত্রহীন ইমিগ্র্যান্টকে ডিপোর্ট করেছ্।ে তার মধ্যে ৫ হাজারকে পাঠানো হয়েছে মেক্সিকোতে। ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ও ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সমন্বিতভাবে এআি অভিযান চালাচ্ছে। ডিপোর্টকৃতদের মধ্যে সিঙ্গেল এডাল্ট ও বাচ্চাসহ অনেক পরিবার রয়েছে। ডিডপোর্ট হওয়া অধিকাংশ অবৈধ ইমিগ্রান্টই ভেনিজুয়েলা, মেক্সিকো, ইকুয়েডর ও কলম্বিয়ার নাগরিক। ডিপোর্ট হওয়া দক্ষিণ এশীয় রয়েছেন মাত্র ৪৭ জন। এদের মধ্যে ১১ জন বাংলাদেশি। তারা মেক্সিকো সীমান্ত হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। দক্ষিন এশীয় এই ৪৭ জনের অধিকাংশই টেক্স্াস, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজানার কয়েকটি জেলখানায় আটক ছিলেন।
হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ক্রিস্টি ক্যানগ্যালো বলেছেন, বাইডেন প্রশাসন ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপুল সংখ্যক ইমিগ্র্যান্টকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ করে দিয়েছে। কিন্তু যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের ডিপোর্ট প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সেটা জাতি, দেশ ও অরিজিন সকল বিবেচনায় সমভাবে প্রযোজ্য। অবৈধপথে প্রবেশ করে বৈধ হবার সুযোগ নেই। ডিপার্টমেন্টের এক প্রেসরিলিজে বলা হয়েছে, ইতোমধ্যে ভেনিজুয়েলায় সরাসরি বিশেষ ফ্লাইটে সে দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। মেক্সিকোতে পাঠানো হচ্ছে আকাশ ও স্থল উভয় পথে।
এনফোর্সমেন্ট ও রিমুভাল অপারেশনের এক্সিকিউটিভ এসোসিয়েট ডাইরেক্টর কোরি প্রাইস বলেছেন, ভিনদেশি যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন তাদের লিগ্যাল হবার কোন সুযোগ আর নেই। আর অবৈধভাবে প্রবেশ করলে তাদের পরিণতি আইনের মাধ্যমেই নির্ধারিত হবে। তাদের গ্রেফতার করে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে।