থ্যাংকসগিভিং ডে
নিউইয়র্কে বর্ণিল প্যারেড
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:২৩ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার

আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রজুড়ে উদযাপিত হয়েছে ‘থ্যাংকস গিভিং ডে’। ‘থ্যাংকসগিভিং ডে’র অর্থ কৃতজ্ঞতা জ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কসহ দেশজুড়ে সাড়ম্বরে এদিনটি উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউইয়র্কে বাংলাদেশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে। গতকাল ছিল সরকারি ছুটির দিন।
বছর শেষে সৃষ্টিকর্তা ও পরিবার-পরিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দিনটি উদযাপন করে থাকেন যুক্তরাষ্ট্রবাসীরা। একইসঙ্গে এদিন থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয় মাসব্যাপী ছুটির মৌসুম।
থ্যাংকস গিভিং ডে’র অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী টার্কি ভোজ। বাংলাদেশি পরিবারগুলোতেও ছিল সেই আয়োজন।
১৬২১ সালের হেমন্তে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে ইংল্যান্ড থেকে আসা যাজকদের উৎপাদিত শস্য এবং পণ্য বিনিময়ের যে সূত্রপাত হয়েছিল ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষণা দেন। সেই থেকে প্রতিবছর বন্ধুত্ব ও সংহতি প্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় করে তুলতে নানা আয়োজনে মেতে ওঠে পুরো যুক্তরাষ্ট্র।
টার্কি ও কেক কেটে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব থ্যাঙ্কস গিভিং ডে পালন করে। গতকাল জ্যাকসন হাইটসের শেফ মহলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ আহমেদ।
আলোচনায় অংশ নেন সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, মূলধারার রাজনীতিক মঈন চৌধুরী, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি লাভলু আনসার, সদস্য আদিত্য শাহীন, শামীম আল আমিন, কানু দত্ত, শো-টাইম মিউজিকের সভাপতি আলমগীর খান আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান।
গত ১৮ নভেম্বর শনিবার জ্যামাইকায় বাংলাদেশি আমেরিকান সোসাইটির পক্ষ থেকে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে দুইশ পরিবারের মাঝে হালাল চিকেন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য কমিউনিটির সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে টার্কি উপহার দেওয়া হয়। কুইন্স টুগেদার ও ইউএস-৩ এইসব উপহার সামগ্রী প্রদান করে।
সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী ও কার্যকরী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি স্পিকার এডরিয়ানী এডামস। সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আমিন মেহেদী বাবু, সিনিয়র সহসভাপতি সেলিম খান, মিলন মোল্লা, মিয়ান ওহিদুল ইসলাম লিটন, ডা. নার্গিস রহমান, মিয়া মোহাম্মদ দুলাল, কাজী জামান, আবু নাসের, আবদুল্লাহ আল মাহামুদ, মো. আবুল কাশেম চৌধুরী, মামুন খান, সাহিদা পারভিন লাবনী, খালেদ আক্তার, আব্দুর রহমান, শামীম আহামেদ, শেখ হায়দার আলী প্রমুখ।