বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আমেরিকায় পুরুষদের চেয়ে ৬ বছর আয়ু বেড়েছে নারীদের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৫ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
কোভিড প্রতিষেধকের ওভারডোজে আমেরিকায় পুরুষদের তুলনায় নারীদের আয়ু প্রায় ৬ বছর বেড়েছে বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে। স্যান ফ্র্যান্সিসকো, বোস্টন ও দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর ৬ জন গবেষক সোমবার জেএএমএ ইন্টারন্যাল মেডিসিনে তাদের প্রকাশিত এক গবেষণাপত্রে জানিয়েছেন, আমেরিকায় লিঙ্গভিত্তিক গড় আয়ুর পার্থক্য বেড়েছে।
২০২০ সালে এই পার্থক্য ছিল ৪.৮ বছর। ২০২১-এ ব্যবধানটি বেড়ে দাঁড়ায় ৫.৮ বছর যা ১৯৯৬ সাল থেকে সর্বোচ্চ। গবেষণাটির আরও জানাচ্ছে লিঙ্গভিত্তিক গড় আয়ু পার্থক্য বৃদ্ধির হার ২০১০-২০১৯ ও ২০১৯-২০২১ বছরে ছিল যথাক্রমে ০.২৩ ও ০.৭ শতাংশ। এ সময়ের মধ্যে কোভিড ও টিকার ওভারডোজ, ক্যান্সার বা সাধারণ শ্বাসকষ্টজনিত অসুস্থতায় পুরুষের মৃত্যু হার দ্রুত বৃদ্ধি পেয়েছে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ফিজিশিয়ান ও গবেষক দলের সদস্য ব্রেন্ডন ইয়ান ওয়াশিংটন টাইমসকে বলেন, ‘আমেরিকার পুরুষেরা দেশের গড় আয়ুষ্কাল হ্রাসের ক্ষেত্রে অসম বোঝা বহন করছেন। জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বলে পুরুষদের আয়ু হ্রাসকে আমেরিকার গড় আয়ু কমার চালিকা শক্তি হিসেবে আমরা চিহ্নিত করেছি।’
গবেষণাটির তথ্য অনুযায়ী, অ্যামেরিকার গড় আয়ু ২০১৯, ২০২০ এবং ২০২১-এ ছিল যথাক্রমে ৭৮.৮, ৭৭ ও ৭৬.১ শতাংশ। করোনা মহামারির জন্য ২০২১ সালে দেশের গড় আয়ু হ্রাস পায় বলে উল্লেখ করা হয়।