বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

এক বছরে সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫১ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার

স্টুডেন্ট ভিসায় এসেছে রেকর্ডসংখ্যক বাংলাদেশি  

 
আজকাল রিপোর্ট
২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এসেছে। এ সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা ২৮ শতাংশেরও বেশি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। বাকি আড়াই হাজারের বেশি শিক্ষার্থী  ভর্তি হয়েছেন আন্ডারগ্রাজুয়েট লেভেলে।
২০২৩ সালের যুক্তরাষ্ট্রের ওপেন ডোরস প্রতিবেদনের বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থানে আছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার। আগের বছরের তুলনায় বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে।
সংখ্যার হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট পর্যায়ে অধ্যায়নরত বিদেশিদের মধ্যে সপ্তম শীর্ষ স্থানে আছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০ শতাংশের বেশি বেড়েছে।
২০১১-১২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র তিন হাজার ৩১৪ জন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ক্রমবর্ধমান হারে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিতে দেখে আমরা আনন্দিত।
২০২২-২৩ শিক্ষাবর্ষে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছে। তাদের মধ্যে ৫৩ শতাংশই গেছেন চীন ও ভারত থেকে। চীন থেকে এসেছে ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন, আর ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। চীন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমলেও তা এখনও সর্বোচ্চ স্থানে রয়েছে।