বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

হঠাৎ কেন ছুটিতে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ছুটিতে যাওয়া নিয়ে আলোচনা এখন সরব বাংলাদেশের রাজনীতিতে। জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত কয়েকদিনের জন্য ছুটিতে গেছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর হঠাৎ পিটার হাসের ছুটিতে যাওয়া আলোচনার জন্ম দিয়েছে।
তবে মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, বাংলাদেশের বাইরে যাওয়ার কথা অন্তত দুই সপ্তাহে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারে, পিটার হাস কয়েক দিনের ছুটি কাটাতে বাইরে যাবেন। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী তিনি গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ছুটি কাটাতে বাংলাদেশের বাইরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূতরা ছুটিতে বা অন্য কারণে দেশের বাইরে যান। কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এবার বাংলাদেশের বাইরে যাওয়ার খবরটি যেভাবে আলোচিত হয়েছে তাতে তারা বিস্মিত হয়েছেন।
বাংলাদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা থেকেই রাষ্ট্রদূত পিটার হাস গত ২ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি বিদেশে যাওয়ার বিষয়টি সমমনা আরো কয়েকটি মিশনকে জানিয়েছেন।
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েই বিদেশে গেছেন। তবে কোথায় গেছেন সে বিষয়ে জানতে তিনি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
সেহেলী সাবরিন বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা তাদের কর্মস্থলের বাইরে কোথাও গেলে কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার বিদেশে আমাদের রাষ্ট্রদূতরাও যখন তাদের কর্মস্থল ছেড়ে অন্যত্র যান তখন স্বাগতিক দেশগুলোকে জানান।