বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

কাঠগড়ায় বাইডেন পুত্র ট্রাম্প কন্যা ইভাঙ্কা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০০ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট -

প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন, তার ভাই জেমস বাইডেন ও হান্টার বাইডেনের সাবেক ব্যবসায়িক সহযোগী রব ওয়াকারের উদ্দেশ্যে জবানবন্দির জন্য আদালতে হাজির হওয়ার জন্যে বেশ কয়েকটি তলবনামা পাঠিয়েছেন হাউজ ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার। বুধবার তাদেরকে তলবনামা পাঠানো হয়।
কোমার গত কয়েক মাস ধরেই প্রেসিডেন্ট পুত্রদের তলব করতে চাচ্ছিলেন। এতে করে বাইডেনের বিরুদ্ধে তার প্যানেলের চলমান অভিশংসন তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন হয়েছে। কমিটি এর আগে হান্টার ও জেমস বাইডেনের আর্থিক নথির জন্য ব্যাঙ্কগুলোকে তলবনামা পাঠিয়েছিল।
রিপাবলিকানরা তাদের প্রায় তদন্তে শক্ত ভিত্তি অর্জনের আশা করছেন। এখন পর্যন্ত তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ দাখিলে সফল হননি। জেমস কোমার এক বিবৃতিতে বলেন, ‘হাউজ ওভারসাইট কমিটি অর্থ লেনদেনের পথ অনুসরণ করেছে এবং প্রমাণ পেয়েছে যে, জো বাইডেন পুরো পরিকল্পনা জানতেন, জড়িত ছিলেন ও তার পরিবারের প্রভাব বিস্তারের পরিকল্পনা থেকে উপকৃত হয়েছেন। এখন, হাউজ ওভারসাইট কমিটি বাইডেন পরিবারের সদস্যদের এবং তাদের সহযোগীদের এই প্রমাণের রেকর্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে।’
তলবনামায় বলা হয়, হান্টার বাইডেন, জেমস বাইডেন এবং সাবেক ব্যবসায়িক সহযোগী রব ওয়াকারকে সাক্ষ্য দিতে তদন্ত কমিটির সামনে হাজির হতে হবে। আইনপ্রণেতারা জেমস বাইডেনের স্ত্রী সারা বাইডেন এবং প্রেসিডেন্টের মৃত ছেলে বিউয়ের স্ত্রী হ্যালি বাইডেনকে স্বেচ্ছায় সাক্ষ্যপ্রদানের জন্য উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে হান্টার ও জেমস বাইডেনের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হোয়াইট হাউজ ও বাইডেন পরিবারের ব্যক্তিগত আইনজীবীরা এই তদন্তকে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত বলে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এগিয়ে থাকা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতেই এই তদন্ত করা হচ্ছে।
হান্টার বাইডেনের আইনজীবী আবি লোয়েল বলেছেন, তদন্তটি ভিত্তিহীন ও মিথ্যা। হাউজ স্পিকার মাইক জনসনকে বুধবার সকালে লেখা এক চিঠিতে লোয়েল নতুন স্পিকারকে ‘পক্ষপাতদুষ্ট রাজনৈতিক খেলা’ বন্ধ করার আহ্বান জানান।
এদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অর্থ জালিয়াতি মামলায় বুধবার সাক্ষ্য দিয়েছেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। এ সময় তিনি ট্রাম্প অরগানাইজেশনে তার ভূমিকা ও তার বাবার ভবনে লিজ নেয়া একটি অ্যাপার্টমেন্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন।
মামলার শুনানিতে ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটানে অবস্থিত তার মালিকানাধীন একটি ভবনের একটি পেন্টহাউজ অ্যাপার্টমেন্টের মূল্য বাড়িয়ে দেখিয়েছেন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইভাংকা ট্রাম্প।
বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলা এই মামলার বিবাদী নন ইভাঙ্কা ট্রাম্প। তবে ট্রাম্প ও তার ছেলেদের বিরুদ্ধে চলা এ মামলার সাক্ষী তিনি।
কার্যক্রম চলাকালীন অ্যাটর্নি জেনারেলের আইনজীবী লুইস সলোমন পার্ক এভিনিউতে ইভাংকার পেন্টহাউজটির ক্রয়মূল্য নিয়ে প্রশ্ন করেন। জবাবে অ্যাপার্টমেন্টটির ক্রয়মূল্য ৮.৫ মিলিয়ন ডলার ছিল বলে নিশ্চিত করেন ইভাংকা ট্রাম্প।
ফাইনান্সিয়াল স্টেইটমেন্টে ডোনাল্ড ট্রাম্প অ্যাপার্টমেন্টটির মূল্য ২০.৮ মিলিয়ন ডলার দেখানো হয়েছে বলে অ্যাটর্নি জেনারেলের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে ইভাঙ্কা ট্রাম্প বলেন, ‘দেড় বছর আগে আমি যেমনটা বলেছিলাম, আমি আমার বাবার আর্থিক স্টেইটমেন্টের সঙ্গে জড়িত ছিলাম না। তাই সেখানে উপস্থাপিত কোনো তথ্য ভুল ছিল কিনা সে সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে পারব না।’
ইভাংকা ট্রাম্পকে ডয়চে ব্যাংকের মাধ্যমে ফ্লোরিডার ডোরাল গল্ফ রিসোর্ট অ্যান্ড স্পা-তে ঋণ অর্থায়নের ব্যপারেও জিজ্ঞাসাবাদ করা হয়। ঋণগুলো পাওয়ার জন্য ট্রাম্পের বার্ষিক ফাইনান্সিয়াল স্টেইটমেন্ট জমা দেয়া গুরুত্বপূর্ণ ছিল। উচ্চ হারে ঋণ পাওয়ার জন্য ট্রাম্প তার ফাইনান্সিয়াল স্টেইটমেন্টে সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখিয়েছেন ও মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল।