বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

টিএলসির বিরুদ্ধে ট্যাক্সি ইউনিয়নের মামলা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫১ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার

করপোরেটগুলি কিনে নিচ্ছে হাজার হাজার নাম্বার প্লেট

   
আজকাল রিপোট-
নতুন গাড়ির লাইসেন্স প্লেট প্রদানের ওপর থেকে টিএলসি’র নিষোধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে করেপোরেট কোম্পানীগুলি হাজার হাজার প্লেট কিনে নেয়ায় বঞ্চনার শিকার হচ্ছেন সাধারণ ড্রাইভাররা। তারা এই বেশুমার লাইসেন্স প্লেট বিক্রি বন্ধের আবেদন নিয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের। আদালত নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্স (এনওয়াইটিডব্লিউএ) এর দায়ের করা এই মামলায় বেশুমার প্লেট ইস্যুর বিরুদ্ধে স্থগিতাদেশ (টেম্পরারি ইনজাংশন) জারি করেছেন। ইলেকট্রিক ভেইকেলের জন্য টিএলসি প্লেট আবেদনের শেষ সময় নির্ধারিত করা হয়েছে সোমবার  ১৩ নভেম্বর সকাল নয়টা। এরপর কোন আবেদন জমা পড়লে তা জমা নেয়া হবে তবে প্রসেস করা হবে না।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্স (এনওয়াইটিডব্লিউএ) ব্যাপকভাবে প্লেট ইস্যুর বিরুদ্ধে, বিশেষ করে করপোরেশনগুলোকে অবাধে প্লেটের জন্য আবেদনের সুযোগ দেয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি আন্দোলনে নেমেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যে স্থগিতাদেশ দিয়েছে তাতে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বর সোমবার পর্যন্ত প্লেটের জন্য আবেদন করা যাবে এবং তা প্রসেস করা হবে। ১৩ নভেম্বরের পর দাখিল করা আবেদনপত্রগুলো স্থগিত রাখা হবে। আদালতের রায়ের পর টিএলসি তা প্রসেস করতে পারবে।
গত ১৯ অক্টোবর থেকে টিএলসি ফর-হায়ার ভেইকেল এর জন্য নতুন প্লেট প্রদান শুরু করে। গত বুধবার ৮ অক্টোবর পর্যন্ত নতুন প্লেটের জন্য লক্ষাধিক আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। আনলিমিটিডে প্লেট প্রদানের বিরুদ্ধে এনওয়াইটিডব্লিউএ আদালতে টিএলসির বিরুদ্ধে মামলা দায়ের করলে উভয় পক্ষের শুনানী শেষে আদালত ১৩ নভেম্বরের পর গৃহীত সকল আবেদন প্রসেস করার ওপর ইনজাংশন দেয়। আগামী বুধবার ১৫ নভেম্বর আদালতে মামলার ওপর আরও শুনানী অনুষ্ঠিত হবে। একইদিন এনওয়াইটিডব্লিউএ সিটি হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে।
গত বুধবার রাতে এনওয়াইটিডব্লিউএ প্রধান ভৈরবী দেশাই এক জুম মিটিং এ বলেন, আনলিমিটেড হায়ার ভেইকেল ্েপ্লট প্রদানে ড্রাইভাররা ক্ষতিগ্রস্ত হবে। ইয়োলো ক্যাব ড্রাইভাররা পথে বসে যাবে। তিনি বলেন, এতে একক (সিঙ্গেল) ড্রাইভাররা ক্ষতিগ্রস্ত হবেন। প্রত্যেক ড্রাইভারই নতুন প্লেট পাওয়ার যোগ্য। কিন্তু তারা পাচ্ছেন না। পাচ্ছেন করপোরেট কোম্পানীগুলো। এমন অনেক কোম্পানী আছে যারা ৬ শত প্লেটের জন্য আবেদন করেছে। আর এভাবে প্লেট প্রদান করলে সিটিতে ট্রাফিক জ্যামে কোন গাড়িই চলতে পারবে না। ক্যাব ড্রাইভাররা যাত্রী সংকটে পড়বে। টিএলসি ক্যাব ড্রাইভারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আনলিমিটিডে প্লেট প্রদান করলে ড্রাইভারদের আয় কমে যাবে।
উল্লেখ্য, বর্তমানে যাত্রীদের গাড়ির চাহিদা বেড়ে যাওয়ায় টিএলসি ১৯ অক্টোবর থেকে নতুন করে প্লেট ইস্যু শুরু করেছে। এতে ব্ল্যাক কার, লিমোজিন, গ্রীন ক্যাব, উবার ও লিফট ড্রাইভাররা প্রতিদিন মোটর ভেইকেল অফিসগুলোতে ভীড় করছেন। ১৩ নভেম্বরের মধ্যে আবেদনকারীদের প্লেট প্রদান করবে টিএলসি।