পেনসিলভেনিয়া বন্দুক হামলায় বাংলাদেশি নিহত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১০ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিহত মাহবুব রহমানের বাড়ি নড়াইলে বলে জানা গেছে। হামলার ঘটনায় আতঙ্কে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে, সন্দেহভাজন এক হামলাকারীর ঝাপসা ছবি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মাহবুব রহমান বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বাংলাদেশে তার বাড়ি নড়াইলে বলে জানা গেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এশার নামাজ আদায় করতে আপার ডার্বির আল-মদিনা মসজিদে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক অস্ত্রধারী। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬৫ বছর বয়সী মাহবুব রহমানের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। তদন্তকারীদের ধারণা, গাড়ি ছিনতাইকারীর গুলিতে নিহত হয়েছেন মাহবুব রহমান। এসময় মসজিদে প্রায় দেড়শ মুসল্লি ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আতঙ্কিত সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।
এদিকে, সোমবার সন্দেহভাজন এক হামলাকারীর ঝাপসা ছবি প্রকাশ করেছে পুলিশ। এছাড়াও নিহত ব্যক্তির গাড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্তে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।