বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রোববার থেকে ঘড়ির কাঁটা পিছিয়ে যাবে এক ঘণ্টা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০০ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইম শেষ হচ্ছে আগামী রোববার ৫ নভেম্বর ভোর ২টায়। তখন থেকে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্টেটে ঘড়ির কাঁটা পিছিয়ে যাবে এক ঘন্টা। আইফোন বা অন্য স্মার্ট ফোন এবং কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে সময় বদলে যাবে। এই নির্ধারিত সময় অব্যাহত থাকবে আগামী বছরের ১৩ মার্চ রাত ২টা পর্যন্ত।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার জন্য ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম চালু করা হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। বছরে দু’বার এভাবে ঘড়ির কাঁঁটা পরিবর্তন করা হয়। গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানোÑএই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেয়া হয়।