আমেরিকায় ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২৭
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩১ এএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার

মেইন ও নর্থ ক্যারোলাইনায় পৃথক ঘটনা
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্র যেন বন্দুক হামলার দেশে পরিণত হয়েছে। বুধবার মেইন অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। একই দিন নর্থ ক্যারোলাইনায় একটি বাড়ি থেকে শিশুসহ পাঁচজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পর মেইনের লুইসটন শহরে একাধিক স্থানে গুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২২ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, রবার্ট কার্ডস নামে এক বন্দুকধারী রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়। লুইসটন শহরের একটি বিনোদন কেন্দ্রে গুলির ঘটনা ঘটে। গুলির প্রচন্ড শব্দে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন সাধারণ মানুষ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এরইমধ্যে হামলাকারীকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, এআর ফিফটিন রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে রবার্ট কার্ডস নামে চল্লিশোর্ধ শেতাঙ্গ এক ব্যক্তি। তিনি সেনাবাহিনীতে ২০ বছর কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা এটি। ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মেইন অঙ্গরাজ্যের গভর্নর ও অন্যান্য আইন প্রণেতারা।
এদিকে, নর্থ ক্যারোলাইনায় একটি বাড়িতে শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাদের প্রত্যেককে গুলি করে হত্যা করা হয়েছে।