ক্যাপিটল হামলার সমর্থক জনসন হলেন স্পিকার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:২৯ এএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার

আজকাল রিপোর্ট -
তিন সপ্তাহের অচলাবস্থার অবসান হলো মার্কিন কংগ্রেসে। অবশেষে যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টির মাইক জনসন স্পিকার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের হাকিম জেফরিকে মাত্র ১১ ভোটে পরাজিত করেন তিনি। নতুন স্পিকার জনসন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত এবং ক্যাপিটল হিলে হামলার একজন সমর্থক হিসেবে পরিচিত।
মার্কিন কংগ্রেসে স্পিকার নির্বাচনে কয়েক দফা ভোটের পর অবশেষে মঙ্গলবার প্রয়োজনীয় সংখ্যক ভোট নিজের আয়ত্বে নিতে সচেষ্ট হন কংগ্রেসম্যান মাইক জনসন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের কট্টরপন্থী হিসেবে পরিচিত এই সদস্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির হাকিম জেফরিকে পরাজিত করে স্পিকার নির্বাচিত হন। স্পিকার নির্বাচনে চতুর্থ দফা ভোটে মাইক জনসন পেয়েছেন, ২২০ ভোট আর হাকিম জেফরি পান ২০৯ ভোট। এরআগে রিপাবলিকান কনফারেন্সের চেয়ারম্যান এলিস স্টেফানিক স্পিকার নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মাইক জনসনের নাম ঘোষণা করেন।
নব নির্বাচিত স্পিকার মাইক জনসন চার টার্ম ধরে প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত এবং তাঁর পক্ষ নিয়ে ২০২০ সালের নির্বাচনের পর নজিরবিহীন ক্যাপিটল হিলে হামলাকে সমর্থন করেছিলেন। স্পিকার হওয়ার পর সাংবাদিকরা ওই বিষয়ে তাঁর বর্তমান অবস্থান জানতে চাইলে রিপাবলিকান অপর সদস্যরা ক্ষিপ্ত হয়ে উঠেন। আর মাইক জনসন এড়িয়ে যান প্রশ্নটি।
গত ৩ অক্টোবর কেভিন ম্যাকার্থি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভারপ্রাপ্ত স্পিকার দ্বারা পরিচালিত হচ্ছিল। এরআগে স্পিকার নির্বাচনে তিন বার ভোট হলেও প্রয়োজনীয় সংখ্যক ২১৭ ভোট কেউ পাননি। এক পর্যায়ে রিপাবলিকান প্রার্থী জিম জর্ডান নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন। এতে প্রয়োজনীয় অনেক বিল পাস হয়নি, আটকে যায় কংগ্রেসে। মঙ্গলবার রিপাবলিকান পার্টি মাইক জনসনকে নতুন প্রার্থী ঘোষণা করলে অবশেষে চতুর্থ দফায় ভোটে স্পিকার নির্বাচিত হন তিনি। সেই সাথে অবসান হয় কংগ্রেসে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার।