বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চলে গেলেন অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:২০ এএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

‘স্টার অব শ্যাফট’ খ্যাত হলিউড অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি মারা গেছেন। ৮১ বছর বয়সী জনপ্রিয় এ অভিনেতা বেশ কিছুদিন ধরে অগ্ন্যাশয় ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (২৪ অক্টোবর) মারা যান। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিনেতার ব্যবস্থাপক প্যাট্রিক ম্যাকমিন হলিউড রিপোর্টারকে এ তথ্য জানিয়েছেন।

প্যাট্রিক ম্যাকমিন একটি বিবৃতিতে বলেছেন, রিচার্ডের কাজ এবং ক্যারিয়ার চলচ্চিত্রে আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। শিল্পে তিনি যে প্রভাব ফেলেছিলেন তা অকল্পনীয়।

১৯৪২ সালের ৯ জুলাই নিউ ইয়র্কের নিউ রোচেলে জন্মগ্রহণ করেন রিচার্ড রাউন্ডট্রি। ১৯৬০-এর দশকের শুরুতে অভিনয় জীবন শুরু করেন বিখ্যাত এই অভিনেতা।

নিউইয়র্ক টাইমস অনুসারে, অভিনেতার চার কন্যা- কেলি, নিকোল, টেলর, মরগান ও এক ছেলে   এবং অন্তত একজন নাতি কিংবা নাতনি রেখে গেছেন।