যুক্তরাষ্ট্রে ইহুদি নেতাকে হত্যা
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয় সিনাগগে ছুরি হামলার ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে ডেট্রয়েট সিনাগগ বোর্ডের প্রেসিডেন্ট সভাপতি সামান্থা ওলকে (৪০) তার বাসার কাছাকাছি এলাকায় হত্যা করা হয়।
এক বিবৃতিতে সিনাগগ বোর্ড জানিয়েছে, ‘সামান্তার অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু আমাদের মর্মাহত করে তুলেছে। আমরা গভীরভাবে শোকাহত।’
স্থানীয় সময় সকালে এ খবর জেনেই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কর্মকর্তারা। রক্তের আলামত অনুসরণ করে তারা সিনাগগ বোর্ডের এই প্রেসিডেন্টের বাসায় যান এবং তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন। সামান্তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলেও পুলিশ জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাওয়ার বিষয়টি আশ্বস্ত করেছেন। একই সঙ্গে কারও কাছে এ সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানানোরও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সিনাগগটির প্রেসিডেন্ট এর আগে সামান্তা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মিশিগান অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল দানা নেসেলের রাজনৈতিক উপদেষ্টাও ছিলেন। এক্স-হ্যান্ডেলে নেসেল বলেন, ‘সামান্তার এই নৃশংস হত্যাকাণ্ডের কথা জানতে পেরে আমি মর্মাহত, শোকাহত এবং আতঙ্কিত।’
এক বিবৃতিতে ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগ্যান বলেন, ‘সামান্তা ছিলেন যুক্তরাষ্ট্রের একজন তরুণ নেত্রী। সপ্তাহখানেক আগে তার সঙ্গে সিনাগগের এক অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল। তার মর্মান্তিক মৃত্যু এই শহরের বাসিন্দারা স্তম্ভিত হয়ে পড়েছে।’