শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জর্জিয়ার নির্বাচনী মামলা

ট্রাম্প অ্যাটর্নির দায় স্বীকার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩০ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট-
জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টার মামলায় দায় স্বীকার করে নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি সিডনি পওয়েল। বিচার শুরু একদিন আগেই দায় স্বীকারের আবেদন করেছেন তিনি।
আবেদনে ২০২১ সালের জানুয়ারিতে জর্জিয়ার কফি কাউন্টির ইলেকশন সিস্টেম লঙ্ঘনে নিজের ভূমিকার কথা স্বীকার করে নিচ্ছেন পওয়েল।
মামলার অভিযোগ অনুযায়ী, রিপাবলিকান কর্মকর্তাদের সঙ্গে মিলে ট্রাম্প সমর্থকদের একটি গ্রুপ সে সময় কাউন্টির ইলেকশন সিস্টেম থেকে তথ্য নিয়েছেন এবং এর অনুলিপি তৈরি করেছেন। ট্রাম্পকে হারাতে নির্বাচনে জালিয়াতি হয়েছেÑ এটি প্রমাণ করার জন্য ওই তথ্যগুলো ব্যবহার করতে চেয়েছিল গ্রুপটি।
পওয়েল তাঁর বিরুদ্ধে ওঠা ছয়টি অপকর্মের অভিযোগ স্বীকার করে নেবেন বলে বৃহস্পতিবার আদালতে জমা দেয়া আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিটি অভিযোগের জন্য তাকে ১২ মাস করে মোট ৭২ মাসের প্রবেশন দেয়া হবে। পাশাপাশি দেয়া হবে ৬ হাজার ডলার জরিমানা।
ফুলটন কাউন্টি কোর্টে জমা দেয়া আবেদন অনুযায়ী, দোষ স্বীকারের পাশাপাশি মামলার সহ-অভিযুক্তদের বিচারের সময় সাক্ষ্যও দেবেন পওয়েল। এমনকি জর্জিয়ার নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে চিঠিও লিখবেন তিনি।
জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের এই মামলার মোট আসামি ট্রাম্পসহ ১৯ জন। ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস গত ১৪ আগস্ট এই মামলার অভিযোগপত্র প্রকাশ করেন। সেখানে মোট ৪১টি অভিযোগ আনা হয়, যার মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সর্বোচ্চ ১৩টি।
আরেক আসামি স্কট হল গত মাসে দায় স্বীকার করেছেন। ট্রাম্পসহ অন্যরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।