স্পিকার নির্বাচন
আপাতত ভোটে দাঁড়াচ্ছেন না জিম জর্ডান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫০ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
হাউস স্পিকার পদের জন্য জিম জর্ডানকে ভোট না দেয়ার নানা হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন রিপাবলিকান। তারা বলছেন, টেলিফোন করে তাদেরকে ক্ষোভ জানানো হচ্ছে, হুমকিমূলক ম্যাসেজ দেয়া হচ্ছে, এমনকি সরাসরি হত্যার হুমকিও দেয়া হচ্ছে। স্পিকার বাছাই নিয়ে হাউসে চলমান বিশৃঙ্খলা ও অচলাবস্থার মধ্যে এই ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
স্পিকার নির্বাচনের দুই রাউন্ডে মঙ্গল ও বুধবার হেরে গেছেন জিম জর্ডান। জয়ের জন্য ২১৭ ভোট দরকার হলেও দ্বিতীয় দিন এ জিওপি মনোনীত প্রার্থী পান ১৯৯ ভোট। ২২ রিপাবলিকান সদস্য জর্ডানকে ভোট দেননি। এর আগের রাউন্ডে হাউস জুডিশিয়ারি কমিটির প্রধান জর্ডান পেয়েছিলেন ২০০ ভোট। এদিন ২০ জন হাউস সদস্যের ভোট তিনি পাননি।
রিপ্রেজেন্টিটিভ ম্যারিয়ানেট মিলার-মিকস বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমি প্রাণনাশের বিশ্বাসযোগ্য হুমকি ও বেশ কিছু হুমকিমূলক কল পেয়েছি।’ তিনি মঙ্গলবার জর্ডানকে ভোট দিলেও বুধবার ভোট দেন হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস চেয়ারওমেন কে গ্র্যানগারকে।
আরকানসার রেপ্রেজেন্টিটিভ স্টিভ ওম্যাক বলেছেন, তার অফিসে একের পর এক কল এসেছে। এসব কলে প্রচুর ‘অশ্লীল’ কথা বলা হয়েছে। তবে সরাসরি কোনো হুমকি পাননি তিনি। আবার নেব্রাস্কার ডন ব্যাকনের স্ত্রী হুমকিমূলক টেক্সট ম্যাসেজ পেয়েছেন বলে জানিয়েছেন। ব্যাকন বরাবরই জর্ডানের বিরোধিতায় সরব ছিলেন। বেনামি টেক্সট ম্যাসেজে তার স্ত্রীকে বলা হয়েছে, ‘আপনার স্বামী আর কোনোদিন কোনো রাজনৈতিক পদে থাকতে পারবেন না। তিনি অত্যন্ত হতাশা করেছেন ও ব্যর্থতা দেখিয়েছেন।’
এসব হুমকির নিন্দা জানিয়েছেন জর্ডান। তিনি বলেন, ‘এসব একেবারেই ভুল কাজ... এরকম কখনওই ঘটা উচিত নাৃ আমরা চাই না কারও সঙ্গে, কোনো আমেরিকান বা কংগ্রেসের কোনো সদস্যের সঙ্গে কোনো অঘটন ঘটুক।’
এদিকে, স্পিকার হওয়ার প্রক্রিয়ায় দুই রাউন্ডের ভোটে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে না বসার সিদ্ধান্ত নিয়েছেন ওহাইওর রিপ্রেজেন্টিটিভ জিম জর্ডান। বিভিন্ন সূত্রে এ খবর জানা গেছে। তাদের মতে, রিপাবলিকানদের পূর্ণ সমর্থন এখন জোগাতে আর পারবেন না-এমন আশঙ্কা থেকে আপাতত তৃতীয় রাউন্ডের ভোটে তিনি বসতে চাইছেন না। তবে নিজেকে এই প্রক্রিয়া থেকে সরিয়েও নিচ্ছেন না।
সূত্র বলছে, সমর্থন জোগানোর চেষ্টা চালিয়ে যাবেন জর্ডান। এরপর আবার ভোটের জন্য বসবেন তিনি। আপাতত অন্তর্র্বতীকালীন স্পিকার প্যাট্রিক ম্যাকহেনরির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবনা তিনি হাউসে তুলতে চাইছেন। জর্ডানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ম্যাকহেনরির সক্ষমতা বাড়িয়ে আগামী জানুয়ারি পর্যন্ত হাউজের কাজ চালানোর পক্ষে সমর্থন দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে নিজের পক্ষে ভোট নিশ্চিত করে তিনি আবার স্পিকার হওয়ার ভোটে দাঁড়াবেন।
ইতোমধ্যে ম্যাকহেনরিকে সাময়িক ক্ষমতা দেয়ার প্রস্তাবনা তুলেছেন ওহাইওর রিপ্রেজেন্টিটিভ ডেভ জয়সি।