শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ইউরোপ-যুক্তরাষ্ট্র-আফ্রিকায় বড় হুমকি হয়ে উঠবে ডেঙ্গু: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দক্ষিণাঞ্চল এবং আফ্রিকার নতুন কয়েকটি অঞ্চলে চলতি দশকেই ডেঙ্গু জ্বর বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেরেমি ফারার।

উষ্ণ তাপমাত্রা মশার জন্য সংক্রমণ ছড়ানোর উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি। এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে দীর্ঘদিন ধরেই ডেঙ্গুর দাপট আছে। প্রতিবছরই দেশগুলোতে ডেঙ্গুতে মারা যাচ্ছে আনুমানিক ২০ হাজার মানুষ।

২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এ রোগ সংক্রমণের হার এরই মধ্যে ৮ গুণ বেড়েছে। মূলত জলবায়ু পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের স্থানান্তর এবং নগরায়ণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বহু ডেঙ্গু সংক্রমণেরই রেকর্ড নেই। তবে ২০২২ সালে বিশ্বব্যাপী ৪২ লাখ মানুষের ডেঙ্গু সংক্রমণের খবর এসেছে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ বছর প্রায় রেকর্ড মাত্রার ডেঙ্গু সংক্রমণ ঘটতে পারে।

চলতি বছর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডেঙ্গুতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেরেমি ফারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “‘আমাদের ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলাপ-আলোচনা বাড়ানো উচিত। বিশ্বে সচেতনতা তৈরি করা উচিত। ভবিষ্যতে বড় বড় বিভিন্ন নগরীতে এ রোগ ছড়িয়ে পড়লে হাসপাতালগুলো যেন সেই বাড়তি চাপ নিতে পারে, সেজন্য বিশ্বের দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেও আমাদের প্রস্তুত করা প্রয়োজন।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আফ্রিকার বেশকিছু স্থানে ডেঙ্গু সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এইসব অঞ্চলে স্থানীয়ভাবে এরই মধ্যে সীমিত আকারে ডেঙ্গু সংক্রমণ ঘটেছে।

ভিয়েতনামে ১৮ বছর ধরে ডেঙ্গুসহ বিভিন্ন এশীয় মৌসুমি রোগ নিয়ে কাজ করেছেন জেরেমি ফারার। কোভিড মহামারীর সময় ব্রিটিশ সরকারের ‘কোভিড ১৯ রেসপন্স কমিটির’ সদস্য ছিলেন তিনি। দাতব্য চিকিৎসা বিষয়ক বৈশ্বিক এনজিও ‘ওয়েলকাম ট্রাস্ট’ এরও নেতৃত্ব দিয়েছেন তিনি। এবছর মে মাসে ডব্লিউএইচও তে যোগ দেন ফারার।