শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

৯ বিলিয়ন ডলারের স্টুডেন্ট ঋণ মওকুফ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৭ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট -
প্রেসিডেন্ট জো বাইডেন ৯ বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মাফ করলেন। এতে ১ লাখ ২৫ হাজার ঋণ গ্রহীতা স্টুডেন্ট লোন পরিশোধ করা থেকে দায়মুক্ত হবেন। এতে আয় নির্ভর লোন রিপেমেন্ট পরিকল্পনাকারি, সরকারি চাকুরিজীবী ও ডিজেবলড ঋণ গ্রহীতারা এই সুবিধা পাবেন। গত বুধবার ৪ অক্টোবর ৯ বিলিয়ন ডলার মওকুফের এই ঘোষণা দেন বাইডেন।
ঘোষণা অনুযায়ী ৫ বিলিয়ন ডলার ঋণ মওকুফ পাবেন ৫৩ হাজার সরকারি কর্মচারি। ২.৮ বিলিয়ন ডলার মওকুফ পাবেন যে সব ঋণ গ্রহীতা (৫১ হাজার) ইনকাম ড্রাইভেন লোন রিপেমেন্ট প্লানে রয়েছেন। ১.২ বিলিয়ন ডলার মওকুফ পাবেন ২২ হাজার ডিজএবলড ঋত গ্রহীতা। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণা প্রেসিডেন্টের পুনঃনির্বাচন ক্যাম্পেইনে সহায়ক হবে।
২০ হাজার ডলার পর্যন্ত সকল নাগরিকের স্টুডেন্ট লোন মওকুফের বাইডেনের ঘোষণা সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। কংগ্রেসও স্টুডেন্ট লোন মওকুফে এগিয়ে আসেনি। এমতাবস্থায় খন্ড খন্ড আকারে নির্বাহী আদেশের মাধ্যমে আমেরিকানদের স্টুডেন্ট লোন মওকুফ করছেন প্রেসিডেন্ট। করোনার কারণে স্টুডেন্ট লোন পরিশোধ গত সাড়ে তিন বছর স্থগিত ছিল। ১ অক্টোবর থেকে এই স্থগিতাদেশ অকার্যকর হয়ে আছে। ঋণ গ্রহীতারা ইতোমধ্যে লোন পরিশোধের নোটিশ পেতে শুরু করেছেন। প্রতিমাসে এই বিলের নোটিশ প্রাপ্তির ২১ দিনের মধ্যে (মাসিক বিল) তা পরিশোধ করতে হবে। ২ কোটি ৮০ লাখ আমেরিকানকে স্টুডেন্ট লোন পরিশোধের প্রক্রিয়া শুরু হতে হচ্ছে এ মাসেই।