ম্যাকার্থির অপসারণ, অনিশ্চয়তায় ইউক্রেনের প্রতি মার্কিন সহযোগিতা
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির ঐতিহাসিক অপসারণের ফলে ইউক্রেনের জন্য মার্কিন সহযোগিতা আরও অনিশ্চয়তা পড়েছে। সম্প্রতি শাটডাউন এড়াতে সরকারের তহবিল বিল থেকে ইউক্রেনের জন্য সহযোগিতা বাদ দেওয়ার পর পৃথক বরাদ্দের জন্য রিপাবলিকান স্পিকারের ওপর নির্ভর করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার জো বাইডেন বলেছিলেন, যেকোনও পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বাধাগ্রস্ত হওয়া উচিত না। তিনি প্রত্যাশা করছেন ইউক্রেনকে সহযোগিতায় পৃথক বিল উত্থাপনের প্রতিশ্রুতি রাখবেন ম্যাকার্থি।
ন্যাটোর সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাউয়ের বলেছেন, কিয়েভের পক্ষে সমর্থন জোগাড় করার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে। গোলাবারুদের ঘাটতি স্পষ্ট হচ্ছে। ইউক্রেন প্রতিদিন হাজারো গোলাবর্ষণ করছে। এগুলোর বেশিরভাগ ন্যাটো থেকে দেওয়া।
মঙ্গলবার হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্র যে শেষ পর্যন্ত ইউক্রেনকে আরও সহযোগিতা দিতে পারবে, এই বিষয়ে তারা আত্মবিশ্বাসী, ম্যাকার্থির স্পিকারশিপের পরিণতি যাই হোক না কেন। কিন্তু তিনি অপসারিত হওয়ার পর সম্ভাব্য নতুন স্পিকার নিয়ে শুরু হয়েছে আলোচনা।
রাজনৈতিক গোষ্ঠী ডিফেন্ডিং ডেমোক্র্যাসি টুগেদার ইউক্রেনকে সমর্থনকারী মার্কিন প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার পদপ্রার্থীদের ইউক্রেনের প্রতি সহযোগতিামূলক অবস্থানের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে। এতে প্রার্থীদের ‘এ’ থেকে ‘এফ’ আদ্যক্ষরে তাদের নম্বর দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রতি সর্বোচ্চ সমর্থন ‘এ’ দ্বারা প্রকাশ পেয়েছে।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের দ্বিতীয় শীর্ষ নেতা স্টিভ স্ক্যালিজকে অনেক ধরে স্পিকারের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে মনে করা হচ্ছে দীর্ঘ দিনধরে। তিনি পেয়েছেন ‘বি’। যা ম্যাকার্থির ‘মাইনাস বি’-এর চেয়ে একধাপ বেশি। তবে ম্যাকার্থিকে অপসারণে নেতৃত্ব দেওয়া কট্টরপন্থি রিপাবলিকান ম্যাট গেটজ পেয়েছেন ‘এফ’। তিনি বলেছেন স্ক্যালিজকে সমর্থন করবেন।
প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডান ও কট্টরপন্থি উদীয়মান তারকা বায়রন ডোনাল্ডসও পেয়েছেন ‘এফ’। রিপাবলিকান হুইপ টম এমার পেয়েছেন সর্বোচ্চ ‘এ’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর দেশটিকে ১১৩ বিলিয়ন ডলার মূল্যের সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটের সংখ্যাগরিষ্ঠতা থাকা সিনেটের নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য একটি বিল প্রস্তাব করা হবে।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সামরিক জোট ও মিত্র দেশেগুলোর নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন বাইডেন। তার আলোচ্য বিষয় ছিল ইউক্রেনের জন্য সমন্বিত সমর্থন অব্যাহত রাখা। এমন সময় তিনি এই আলাপ করলেন যখন আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের প্রতি পশ্চিমাদের সমর্থন দুর্বল হতে শুরু করেছে।
এই সপ্তাহে শুরুতে ম্যাকার্থির বিরুদ্ধে গেটজ অভিযোগ তুলেছিলেন বাইডেনের সঙ্গে একটি গোপন সমঝোতার বিষয়ে। যে সমঝোতার আওতায় ইউক্রেনের প্রতি সহযোগিতা জারি রাখতে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। তবে ম্যাকার্থি এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি বাইডেন প্রশাসনের কাছ থেকে আরও তথ্য চেয়েছিলেন।
জুলাই মাসে বাইডেন কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য ২৪ বিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদনের আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেন সমর্থক রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা আশা করছিলেন সরকারের ব্যয় বিলের অংশ হয়ে এটি আইনে পরিণত হবে।