বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ সমাজকে সুশিক্ষিত করে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই: ডিসি

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, আমাদের তরুণ সমাজকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। জাতীয় বই উৎসব উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নারায়নগঞ্জ হাই স্কুলে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই প্রদানের মাধ্যমে জাতীয় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার একটি জাতীয় সংসদ নির্বাচন মাত্র একদিন আগে শেষ করার পর আজ সারা দেশে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে একটি যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে।

 

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে একটি প্রগতিশীল ধ্যান ধারণার তরুণ সমাজ গড়ে তুলতে চায়। এজন্য আমাদের ভালো মানুষ প্রয়োজন। একজন ভালো ছাত্র হতে পারে একজন ভালো মানুষ। এজন্য আমাদের মেধার বিকাশ ঘটাতে হবে। তিনি শিক্ষার্থীদের চরিত্রবান সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান।

তিনি আরও বলেন তোমাদের মধ্যে ইচ্ছা ও প্রবল আগ্রহ থাকলে প্রত্যেকেই আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীল, পরিচালনা পরিষদ সদস্য আবদুস সালাম, ডা. আতিকুজ্জামান, আমিনুল ইসলাম মিঠু, দেলোয়ারা বেগম, কামরুল ইসলাম খান। বই উৎসব উদ্বোধন শেষে জেলা প্রশাসক নারায়নগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে বই বিতরণ করেন।