সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

কুইন্সে বাড়ি ভাড়া আকাশছোঁয়া

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট -
কুইন্সের বাড়ি ও এপার্টমেন্ট ভাড়া বেড়েই চলেছে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে বাড়া বৃদ্ধি অব্যাহত রয়েছে। এমএনএস রিয়েল স্টেট’র রেন্টাল রিপোর্ট অনুসারে জুলাই এর চেয়ে আগষ্ট মাসে গড় ভাড়া বেড়েছে শতকরা ৩ ভাগ। যে বাড়ির ভাড়া ছিল ২৭০০ ডলার, তা এখন ২৮০০ ডলার। ওয়েস্টার্ন কুইন্স বিশেষ করে জ্যাকসন হাইটস, উডসাইড, এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটিতে ভাড়া বাড়ছে অস্বাভাবিকহারে। ইস্ট রিভার সংলগ্ন নতুন এপার্টমেন্টগুলোর ভাড়া আকাশচুম্বি। তা ম্যানহাটনের মিডটাউন, ব্যাটারিপার্ক সিটি কিংবা ওয়েস্ট সাইডের এপার্টমেন্টগুলোর ভাড়াকে ছাড়িয়ে গেছে।
কুইন্সের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিসহ এশিয়ান অভিবাসীদের ওপর। মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্তরা এ এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তুলনামূলকভাবে ব্রংকসে বাড়ি ও এপার্টমেন্ট ভাড়া কম হওয়ায় বাংলাদেশিরা চলে আসছেন সেখানে। তবে ব্রংকসের অবস্থারও পরিবর্তন ঘটতে শুরু করেছে। বাংলাদেশি অধ্যুষিত পার্কচেষ্টারে ১ বেডরুমের এপার্টমেন্টের ভাড়া ৪ বছর আগে ছিল ১২৭১ ডলার। এখন তা ১৭০০ থেকে ১৮০০ ডলার। যে বাড়ির দাম ৪ বছর আগে ছিল ৪ লাখ ডলার। এখন তা সাড়ে ৬ লাখ থেকে ৭ লাখ ডলার। কুউন্সে বাড়ি কেনা তো এখন নাগালের বাইরে। বিশেষ করে জ্যাকসন হাইটস, এস্টোরিয়া বা উডসাইডে ১ ফ্যামিলি বাড়ির দামও এখন মিলিয়ন ডলারের ্ওপরে।