করোনা সংক্রমণ
সোমবার থেকে ফ্রি কোভিড টেস্ট কিট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

আজকাল রিপোর্ট -
ফেডারেল সরকার আবারও বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট দেবার ঘোষণা দিয়েছে। দেশব্যাপী আবারও করোনা ভাইরাসের সংক্রমন দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি হবে ৫ম বারের মতো করোনা টেস্টের ডোজ। বুধবার ২০ সেপ্টেম্বর সরকার স্টকপাইলের পরিমান দেখে ১২টি দেশীয় টেস্ট ম্যানুফ্যাকচারার কোম্পানীকে ৬০০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছ দ্রুত প্রোডাকশনের জন্য। ভাইরাল সিজন শুরুর আগেই টেস্ট কিট প্রস্তুত করতে হবে।
হেলথ এন্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি হ্যাভিয়ার বেসিরা বলেছেন, স্টকপাইল শেষের আগেই পর্যাপ্ত টেস্ট কিট আমাদের হাতে চলে আসবে । ২০২০ সালে করোনা শুরুর পর টেস্ট কিট স্বল্পতায় আমেরিকানদের হিমশিম খেতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করেও টেস্ট কিট পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র আর সে অবস্থায় ফিরে যাবে না। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আমেরিকার প্রত্যেক হাউজহোল্ড এই কিটের জন্য অনলাইনে অনুরোধ পাঠাতে পারবেন। অনলাইন এড্রেস হচ্ছে ‘কোভিডটেস্টস.গভ’।