বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সিদ্ধিরগঞ্জে বই বিতরণ উৎসব পালিত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সিদ্ধিরগঞ্জে নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বই বিতরণ উৎসবের। সিদ্ধিরঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয়, গোদনাইল উত্তর সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়, গোদনইল উত্তর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, নূরে মদিনা দাখিল মাদ্রাসা, সফুরা খাতুন পাইলট বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় এই বই বিতরণ উৎসবের। উপরোক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণ উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঘুরে ঘুরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বই বিতরণ করেন। এসময় তার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ মিয়া, সফুরা খাতুন পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্র চন্দ্র সরকার,নূরে মদিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাকীম মোঃ জয়নুল আবেদীন, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কাজী নাজিম উদ্দিন, মীর জহিরুল আনোয়ার, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি শেলিনা শফিক, সফুরাখাতুন পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অকিল উদ্দিন ভূইয়া, ফারুক হোসেন, জাহাঙ্গীর কবিরসহ অনেকে।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাকালীন সময়ে দেশের সব সেক্টরে উন্নতির সাথে সাথে শিক্ষাখাতেও ব্যাপক উন্নতি হয়েছে। বিগত ১০বছর আগেও বছরের প্রথম দিনে তো দূরে থাক বছরের শেষ সময়েও নতুন বই পাওয়া ছিলো দুরহ বিষয়। কিন্তু জনননেত্রী শেখ হাসিনা তার সময়ে বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। দুদিন আগে দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো। তারপরও তোমাদের নতুন বই দেওয়ার ক্ষেত্রে এর কোন প্রভাব পরেনি। ঠিকই নতুন বছরের প্রথম দিনে সবার হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের মাননীয় সাংসদ শামীম ওসমান সাহেবও তোমাদের জন্য অনেক উন্নয়নের কাজ করেছে বিগত সময়ে। তোমাদের বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে তিনি অনুদান এনে দিয়েছেন। তোমাদের পড়ালেখার মানের উন্নয়নের জন্য তিনি নারায়ণগঞ্জে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই তোমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪আসনের সাংসদ শামীম ওসমানের জন্য দোয়া চাই। যেনো আল্লাহ উনাদের দুজনকে দীর্ঘায়ু দান করেন এবং সুস্থ রাখেন।