ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে গুলিতে নিহত ৫
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৭ এএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

আজকাল রিপোর্ট
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে এক অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তার গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।
একই ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এক বারে গতকাল বুধবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানান, ঘটনাস্থলে একাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
কুকস কর্নার নামে একটি বাইকার্স বারে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ডেপুটির গুলিতে আহত হন ওই সাবেক কর্মকর্তা। তবে তার পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য মেলেনি। জানা যায়,একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান।
পুলিশ বলছে, বন্দুক হামলার পর তাদের পাল্টা অভিযানে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।