শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

কারাগারে ডোনাল্ড ট্রাম্প মুচলেকা দিয়ে জামিন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৪ এএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

জর্জিয়ার নির্বাচনী মামলা

আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন জেলে আত্মসমর্পন করার পর গ্রেফতার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই লাখ ডলার মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পান তিনি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ফলাফল পাল্টে দেওয়ায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে এ বছর চারটি ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করতে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তাকে গ্রেফতার করা হয়। পরে পূর্ব নির্ধারিত দুই লাখ ডলার মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পান তিনি। যদিও নিয়ম অনুযায়ী ট্রাম্পকে অন্যান্য আসামীদের মতোই আঙ্গুলের ছাপ, মুখের ছবি-সহ শারীরিক গঠনের মাপ দিতে হয়েছে। জেলখানার রেকর্ড থেকে জানা গেছে, নীলাভ চোখের অধিকারী ডোনাল্ড ট্রাম্পের চুল সোনালী কিংবা স্ট্রবেরি রঙের। উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ২১৫ পাউন্ড।
২০ মিনিট কারাগারে আটক থাকার পর বেরিয়ে নিউজার্সির উদ্দেশ্যে সোজা আটলান্টা বিমানবন্দরে যান ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে নিজেকে আবারও নির্দোষ দাবি করে বলেন, বাইডেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলক ভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। যেকোনো মূল্যেই তিনি  আবারও নির্বাচন করবেন বলেও জানান।
ফুলটন কাউন্টি কারাগারটি স্থানীয়ভাবে রাইস স্ট্রিট জেল নামেও পরিচিত। ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে জেলখানার আশপাশে কড়া নিরাপত্তা নেয়া হয়। যদিও এই নিরাপত্তার মধ্যেই জেলখানার বাইরে বিপুল সংখ্যক ট্রাম্প ভক্ত তার সমর্থনে বিক্ষোভ করেন।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল পাল্টে দেওয়ার প্রচেষ্টায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের আনা রাষ্ট্রীয় এই মামলায় ট্রাম্প-সহ ১৯ জন আসামীকে শুক্রবার দুপুরের মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেধে দেওয়া হয়। এর একদিন আগেই বৃহস্পতিবার জেলখানায় আত্মসমর্পন করলেন ট্রাম্প-সহ অপর ১২ আসামী। ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী, নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি-সহ বাকি ৭ জন আগেই আত্মসমর্পণ করেন।
ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস আগামী ২৩ অক্টোবর ট্রাম্প-সহ ১৯ জনের বিচার শুরু করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছেন। এটিকে অত্যন্ত উচ্চাভিলাষী সময়সূচী উল্লেখ করে ট্রাম্পের আইনজীবীরা প্রস্তাবিত বিচারের তারিখের বিরোধিতা করেন।