শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বাইডেনকে নিয়ে উদ্বেগ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৪ এএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট -
প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে উদ্বিগ্ন ডেমোক্র্যাটিক দলের সমর্থকরা। মার্কিন সাময়িকী নিউজউইকের পরিচালিত এক জরিপে ভোটাররা প্রেসিডেন্টের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রেডিফিল্ড অ্যান্ড উইল্টন স্ট্র্যাটেজি নামের সংস্থা দ্বারা পরিচালিত জরিপের উত্তরদাতাদের অধিকাংশ বাইডেনের বয়সজনিত কারণে তার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন।
বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিনি। যদি তিনি পুনরায় নির্বাচিত হন এবং পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করে ২০২৯ সালে হোয়াইট হাউজ ছাড়ার সময় তার  বয়স  হবে ৮৬  বছর।
জরিপের ফল অনুসারে, অংশগ্রহণকারীদের সংখ্যাগরিষ্ঠ প্রেসিডেন্টের বয়স নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে বয়সের কারণে তার পুনরায় প্রার্থী হওয়ার পক্ষে-বিপক্ষে ডেমোক্র্যাটদের মধ্যে বড় বিভাজন রয়েছে। ৫ ও ৬ আগস্ট দেড় হাজার ডেমোক্র্যাট অংশগ্রহণকারীদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়।
প্রেসিডেন্টের বয়স ৮০ বছর জানিয়ে জরিপের অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বয়সের কারণে বাইডেনের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে তারা কতটা উদ্বিগ্ন।
উত্তরদাতাদের মধ্যে ২১ শতাংশ (৬০৯ জন) ডেমোক্র্যাট বলেছেন তারা খুব  উদ্বিগ্ন, ২৩ শতাংশ বলেছেন মোটামুটি উদ্বিগ্ন এবং ৩১ শতাংশ বলেছেন সামান্য উদ্বিগ্ন। ফলে ৭৫ শতাংশ বিভিন্ন মাত্রায় উদ্বিগ্ন বলে জানিয়েছেন। বিপরীতে ২২ শতাংশ বলেছেন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাইডেনের বয়স নিয়ে তারা উদ্বিগ্ন নন। আর বাকি ৩ শতাংশের জবাব ছিল তারা জানেন না।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বয়স ৭৭ বছর এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার বয়স  হবে ৭৮ বছর। দ্বিতীয় নির্বাচিত হলে দায়িত্ব পালন শেষে তার বয়স হবে ৮২ বছর।