সোমবার   ১৩ মে ২০২৪   বৈশাখ ২৯ ১৪৩১   ০৫ জ্বিলকদ ১৪৪৫

যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১০ পিএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও জাস্টিস ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে একসঙ্গে কাজ করছে। তারা ১১ জন বাংলাদেশিকে চিহ্নিত করেছে, যারা প্রত্যেকে ৫০ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছেন। এই অর্থ যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগও করেছেন তারা। 

 তারা বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেট, ফিলিং স্টেশন, রেস্টুরেন্ট- এমনকি ক্যাসিনোতেও।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলো এক বছর ধরে অর্থ পাচারকারী বাংলাদেশিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। তাদের তালিকায় রয়েছেন কয়েক ডজন বাংলাদেশি, যারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লাল তালিকায় রয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং অন্যান্য আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে।
সূত্রের বরাত দিয়ে ব্লিৎজ জানাচ্ছে, নিষেধাজ্ঞার(স্যাংশন) প্রথম তালিকায় ১১ জনের নাম রয়েছে, সংখ্যা ধারাবাহিকভাবে বাড়বে।

ওয়াশিংটনের সংশ্লিষ্ট অফিসগুলোর কাছে অনেক বাংলাদেশির বিরুদ্ধে শক্ত তথ্যপ্রমাণ রয়েছে। কর্মকর্তারা প্রথম পর্যায়ে ৭০ জনকে চিহ্নিত করে স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন।

 এ বিষয়ে সরাসরি বাংলাদেশের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র। দেশটির গ্লোবাল অ্যান্টি করাপশানের সমন্বয়ক রিচার্ড নেফিও ঢাকা সফরে রয়েছেন। রোববার তিনি দুর্নীতি দমন কমিশনের সচিবের সঙ্গে বৈঠক করেছেন।

 ধারণা করা হচ্ছে, রিচার্ড নেফিও দেশে ফেরার পর যুক্তরাষ্ট্র ১১ বাংলাদেশির বিরুদ্ধে নিষেধাজ্ঞা(স্যাংশন) ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করবে।