শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ছেলের বিবাহবহির্ভূত সন্তানকে স্বীকৃতি দিলেন বাইডেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩২ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো ছেলে হান্টারের বিবাহবহির্ভূত সন্তানকে স্বীকৃতি দিয়েছেন। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে মার্কিন সাপ্তাহিক পিপল।

জানা গেছে, ২০১৮ সালে জন্ম হয়েছিল নেভি জোয়ান রবার্টসের। শিশুটির মা আরকানসাসের বাসিন্দা লুন্ডেন রবার্টস। তিনি সন্তানের ভরণপোষণের জন্য আদালতে মামলা করেছিলেন। পিতৃত্বের পরীক্ষায় প্রমাণিত হয় হান্টারই ওই শিশুর পিতা। সম্প্রতি বিষয়টি নিয়ে সমঝোতায় এসেছেন দুইজন।

গত শুক্রবার (২৮ জুলাই) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের ছেলে হান্টার এবং নেভির মা লুন্ডেন মেয়ের স্বার্থে একটি বন্ধুত্বপূর্ণ বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। যাতে যতটা সম্ভব তার গোপনীয়তা বজায় থাকে। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়, পারিবারিক বিষয়। জিল এবং আমি নেভিসহ আমাদের সব নাতি-নাতনির জন্য সেরাটাই চাই।

বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমেই বাইডেন প্রথমবারের মতো হান্টারের বিবাহবহির্ভূত সন্তানকে প্রকাশ্যে স্বীকৃতি দিলেন। ২০২১ সালে একটি বইতে কোকেনসহ বিভিন্ন মাদকে আসক্তির কথা জানান হান্টার। সে সময় লুন্ডেনের সঙ্গে তার দেখা হয়।

অবশ্য নেভিকে স্বীকৃতি না দেওয়ায় এর আগে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও নানা মহলের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন জো বাইডেন। বর্তমান স্ত্রী মেলিসা কোহেনের সঙ্গে এক ছেলেসহ হান্টারের আরও চারটি সন্তান রয়েছে।