স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

সেপ্টেম্বর থেকে ৪ কোটি শিক্ষার্থীর ঋণ পরিশোধ করতে হবে
আজকাল রিপোর্ট-
প্রেসিডেন্ট জো বাইেেডনের স্টুডেন্ট লোন বাতিলের ঘোষণা চূড়ান্তভাবে নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচনী প্রচারণায় জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে তিনি স্টুডেন্ট লোনের পুরোটাই মওকুফ করে দেবেন। নির্বাচনের পর সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই প্রতিশ্রুতি রক্ষার জন্য জো বাইডেনকে চাপ দেন।
বাইডেন তার নির্বাহী আদেশে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু সংখ্যককে স্টুডেন্ট লোন মাথাপিছু ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফের ঘোষণা দেন। সেই ঘোষণাকে বেআইনি আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন রক্ষণশীলরা। অবশেষে গত শুক্রবার সকালে সেই মামলার রায় ঘোষণা করলেন সুপ্রীম কোর্টের বিচারপতিগণ। ৬-৩ ভোটে দেয়া রায়ে বাইডেনের মাথাপিছু ২০ হাজার ডলারের স্টুডেন্ট লোন মওকুফ অবৈধ ঘোষণা করা হলো। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছিল ৪০০ বিলিয়ন ডলার।
প্রেসিডেন্ট বাইডেন তার প্রতিক্রিয়ায় বলেন, ২০০৩ সালে পাশ হওয়া হাইয়ার এডুকেশন রিলিফ অপরচ্যুনিটিস ফর স্টুডেন্টস এ্যাক্ট বা হিরোস এ্যাক্ট অনুযায়ী তার প্রশাসন জাতীয় দুর্যোগকালে মধ্যমমানের লোন মওকুফ করার অধিকার রাখে। কিন্তু রক্ষণশীল জাস্টিসরা এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। যে ৬ জন জাস্টিস স্টুডেন্ট লোন বাতিলের বিপক্ষে ভোট দিয়েছেন তারা হলেন চিফ জাস্টিস জন রবাটস, জাস্টিস ক্লারেন্স থমাস, স্যামুয়েল এলিটো জুনিয়র, নিল গরসাচ, ব্রেট ক্যাভানহ ও এমি কোনি ব্যারেট।
বর্তমানে আমেরিকানদের স্টুডেন্ট লোনের পরিমান ১.৭ ট্রিলিয়ন ডলার। যা কিনা অটো বা ক্রেডিট কার্ডের লোনের চেয়েও বেশি। ৪ কোটি আমেরিকান এই স্টুডেন্ট লোনে জর্জরিত। মাথাপিছু গড় ্ঋণের পরিমান ৩০ হাজার ডলার।
সরকার থেকে নতুন করে কোন আদেশ না দিলে ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ঋণ গ্রহীতাদের সুদসহ লোন পরিশোধ শুরু করতে হবে। করোনার কারণে ২০২০ সাল থেকে স্টুডেন্ট লোন পরিশোধ স্থগিত ছিল।