সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ

নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার



 
আজকাল রিপোর্ট -
আমেরিকার নাগরিকত্ব লাভের পরীক্ষায় কিছু পরিবর্তন করে ইরেজি জ্ঞানের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এই লক্ষ্যে পরীক্ষার প্রশ্নে পরিবর্তন আনা হচ্ছে। এতদিন নির্ধারিত কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই সিটিজেনশীপ পরীক্ষা উর্ত্তীন হওয়া যেত। ১০০টি নির্ধারিত প্রশ্নের উত্তর জানা থাকলেই পরীক্ষায় পাস ছিল নিশ্চিত। নির্ধারিত ১০০টি প্রশ্নের মধ্যে ইমিগ্রেশন অফিসার ১০টি প্রশ্ন করতেন। এর মধ্যে ৬টির জবাব দিতে পারলেই পাস।
কিন্তু ইউনাইডেট স্টেট সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) এর সাথে এখন  সংযুক্ত করতে চলেছে ইংরেজিতে কথোপকথনের বিষয়। যে কোন বিষয় নিয়ে অফিসারের সাথে আলোচনা করতে হবে। যেমন প্রাকৃতিক দৃশ্যের একটি ছবি দেখিয়ে তিনি জানতে চাইবেন ছবিতে কি বলার চেষ্টা করা হয়েছে। কিংবা খাদ্যদ্রব্যের একটি ছবি দেখাতে পারেন। জানতে চাইতে পারেন ছবির খাবার সম্পর্কে কিছু বলুন। অর্থাৎ ইংরেজিতে কথা বলার পারদর্শিতা যাচাইয়ের জন্যই এ পরিবর্তন।
সরকারের এ উদ্যোগে ইমিগ্রেশন এডভোকেট ও বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, আবেদনকারীদের মধ্যে যাদের ইংরেজিতে দক্ষতা কম, তারা এ পরিবর্তনে সমস্যার মধ্যে পড়বেন। ইংরেজিতে দুর্বলরা ভয়ে সিটিজেনশীপ পরীক্ষাই দিতে চাইবেন না। এই পরিবর্তন না করে তারা বর্তমান ব্যবস্থাই চালু রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।
ন্যাচারালাইজেশনের মাধ্যমে গ্রীনকার্ড থেকে সিটিজেনশীপ পেতে পাঁচ বছরেরও বেশি সময় লাগে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করেছিলেন। বাইডেন ক্ষমতায় এসে আগের অবস্থায় তা ফিরিয়ে আনেন।
বাইডেন প্রশাসন গত ডিসেম্বর মাসে সিটিজেনশিপের টেস্টের প্রশ্নপত্রে পরিবর্তন আনার প্রস্তাব করে। তা চূড়ান্তভাবে অনুমোদিত হলে কার্যকর হবে ২০২৪ সাল থেকে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র রিপোর্ট অনুযায়ী, নতুন টেস্টে ইংরেজিতে কথা বলার অংশে ইংরেজিতে দক্ষতা  যাচাইয়ের বিষয়টি সন্নিবেশ করার প্রস্তাব করেছে ইউএসসিআইএস। অফিসার সাধারণ দৃশ্যের কিছু ছবি দেখাবেন, যেমন দৈনন্দিন কার্মকান্ড, আবহাওয়া অথবা খাদ্য ইত্যাদি। আবেদনকারীকে ছবিগুলো সম্পর্কে মৌখিক বর্ণনা করতে বলা হবে। পরীক্ষায় নির্ধারিত ১০টি প্রশ্ন আগের মতই থাকবে।  
এছাড়া টেস্টের প্রশ্নে আরেকটি পরিবর্তন আনা হচ্ছে। আমেরিকার ইতিহাস ও সরকার সম্পর্কিত অংশে বর্তমানে যে কোন প্রশ্নের উত্তর একটিই দিতে হয়। এখন পরীক্ষার্থী সরবরাহকৃত ৪টি সম্ভাব্য উত্তরের মধ্যে একটি সঠিক উত্তর বেছে নেবার সুযোগ পাবেন।