যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১১ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

আজকাল রিপোর্ট -
ফোরথ অব জুলাই উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা বার্ষিকী। স্থানীয় সময় সন্ধ্যায় আতশবাজির ঝলকানিতে ছেঁয়ে যায় আকাশ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আলোর উৎসবটি হয় নিউইয়র্কের ইস্ট রিভারে। লাখ লাখ মানুষ নদীর বিভিন্ন প্রান্ত থেকে উৎসবে সামিল হন। এরআগে সকালে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক অস্ত্রাগারে নিহত সেনাদের শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মেইসিজ-এর আয়োজনে নিউইয়র্কের ইস্ট রিভারে আতশবাজির উৎসব হয়। রাত ৯টা ২৫ মিনিটে শুরু হয় আলোর ঝলকানি। একে একে ষাট হাজার ফায়ার শেল ছুটতে থাকে আকাশে। সৃষ্টি হয় মনোমুগ্ধকর আলোর উৎসব। বর্ণিল সেই আলোক ছটা দেখতে ইস্ট রিভারের দুই প্রান্তে জড়ো হন লাখ লাখ মানুষ। বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষের চোখে মুখে তখন বিস্ময়। উৎসবে সামিল হন বাংলাদেশিরাও।
আতশবাজি শুরুর আগে রাতের খোলা আকাশে স্ট্যাচু অব লিবার্টি, মার্কিন পতাকা ও মেইসিজের নাম লেখা হয় বর্ণিল আলো দিয়ে। সৃষ্টি হয় মোহনীয় এক দৃশ্যের।
এদিকে হোয়াইট হাউজে দাঁড়িয়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ওয়াশিংটনের আতশবাজি উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
১৭৭৬ সালের এই দিনটিতে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। এর মাধ্যমে ব্রিটেনের সঙ্গে যুদ্ধরত ১৩টি মার্কিন উপনিবেশ নিজেদের স্বাধীন ঘোষণা করে যুক্তরাষ্ট্র নামে নতুন রাষ্ট্র গঠন করে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন অঞ্চলে এ দিনটি নানাভাবে উদযাপিত হয়। বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা শোভাযাত্রা বের করেন।