ফৌজদারি অপরাধে আবারও অভিযুক্ত ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩১ এএম, ১০ জুন ২০২৩ শনিবার

আজকাল রিপোর্ট
ফৌজদারি অপরাধে আবারও অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেআইনি ভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র নিজের কাছে রেখে দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে এ বছর দুটি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন ট্রাম্প।
একের পর এক ফৌজদারী অপরাধে অভিযুক্ত হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ নির্বাচনে হেরে ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় ট্রাম্প জাতীয় নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র বেআইনি ভাবে সরিয়ে নেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাম্পের বর্তমান আবাসস্থল মার-এ লাগোতে অভিযান চালানোর সময় তা উদ্ধার করেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মায়ামির আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ গঠন করা হয়। একইসঙ্গে, এ মামলায় তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। অভিযোগ গঠনের বিষয়ে বিস্তারিত জানা না গেলেও, ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে জাতীয় নিরাপত্তা বিঘœ হওয়া ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো অপরাধমূলক অভিযোগ রয়েছে। কাউন্সেল জানিয়েছে, ট্রাম্পকে আগামী মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটার মধ্যে ফ্লোরিডার মায়ামি আদালতে হাজিরা দিতে হবে।
যদিও, সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর বিরুদ্ধে যতই অভিযোগ আনা হোক না কেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে কোনোভাবেই আটকানো যাবে না। নির্বাচন থেকে বিরত রাখতেই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
এ ঘটনার পর ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতা, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি সরকারের সমালোচনা করে বলেন, ‘আজ বিচার ব্যবস্থার একটি অন্ধকার দিন’। এক টুইট বার্তায় ম্যাকার্থি বলেন, বাইডেনও দীর্ঘ দিন জাতীয় নিরাপত্তার গোপন নথি নিজের কাছে রেখে দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলেই তাঁর বিরুদ্ধে প্রেসিডেন্ট বাইডেন এই হেনস্থা করছেন বলেও অভিযোগ করেন হাউস স্পিকার।
ট্রাম্পের কার্যালয় থেকে জানানো হয়েছে, আদালতে হাজিরা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করবে সিক্রেট সার্ভিস। এরপর হাজিরার সময় নির্ধারণ করা হবে। নিয়ম অনুযায়ী সাবেক হওয়ার পরও একজন মার্কিন প্রেসিডেন্ট সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান।
এরআগে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন হয়রানি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এপ্রিলে আরও একটি ফৌজদারি অপরাধ আনা হয়েছিল। ওই মামলা এখনও বিচারাধীন।