শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

এমটিএ’র ৪০ হাজার ট্রানজিট কর্মচারির বেতন ১০ ভাগ বাড়লো

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১৯ এএম, ৩ জুন ২০২৩ শনিবার

 

   
আজকাল রিপোর্ট
এমটিএ’র ৪০ হাজার ট্রানজিট কর্মচারির বেতন ১০ ভাগ বাড়লো। প্রত্যেকে অতিরিক্ত ৪ হাজার ডলার করে বোনাস পাবেন। গত মঙ্গলবার মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) ও ট্রানজিট ওয়ার্কাস ইউনিয়নের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ইউনিয়নের অধিকাংশ সদস্যই বাস ও সাবওয়ের কর্মচারি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এমটিএ’তে কাজ করছেন। করোনাকালীন সময়ে এসেনশিয়াল ওয়ার্কার হিসেবে কাজ করায় ইউনিয়নের সদস্যরা এই ৪ হাজার ডলার করে বোনাস পাবেন। ২০২৩ সালে দেওয়া হবে ৩ হাজার ডলার। ২০২৪ সালে বাকি ১ হাজার ডলার দেওয়া হবে ২০২৪ সালে।
স্বাক্ষরিত চুক্তিটি ২০২৬ সাল অবধি কার্যকর থাকবে। চুক্তিটি পুরোপুরি কার্যকর করতে সদস্য দ্বারা রেটিফাইড হতে হবে। জুলাইতে এর ওপর ভোট অনুষ্ঠিত হবে।
ট্রানজিট ওয়ার্কাস ইউনিয়ন লোকাল ১০০ এর প্রেসিডেন্ট রিচ ডেভিস বলেছেন, দরকষাকষির মধ্য দিয়ে অর্জিত এ বিজয় সহজে আসেনি। এমটিএ সহজে ছাড় দিতে চায়নি। অনেক লড়াই করতে হয়েছে।