সোমবার   ১৩ মে ২০২৪   বৈশাখ ২৯ ১৪৩১   ০৫ জ্বিলকদ ১৪৪৫

অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১৭ এএম, ৩ জুন ২০২৩ শনিবার

ট্রাম্পের নতুন অভিবাসন নীতি

 
আজকাল রিপোর্ট
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া অবৈধ ইমিগ্র্যান্টদের সন্তানদের এ দেশের নাগরিকত্ব দেবেন না। তিনি অফিসে বসার পরপরই নির্বাহী আদেশে বার্থরাইট আইন বাতিল বা সংশোধন করবেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কোন শিশু তখনই নাগরিকত্ব পাবে যদি তাদের বাবা-মায়ের মধ্যে যে কোন একজন নাগরিক বা গ্রীনকার্ডধারী হন। গত মঙ্গলবার ৩০ মে এক টুইটার ভিডিও বার্তায় ট্রাম্প এ ঘোষণা দেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  
ভিডিও বার্তায় তিনি বলেন, আমি নির্বাচিত হলে নির্বাহী আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্সীগুলোকে বার্থরাইট সিটিজেনশীপ বন্ধ করতে বলবো। অবৈধদের সন্তানদের নাগরিকত্ব নয়। তার এ ঘোষণার পর ইমিগ্রেশন এক্সপার্টরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, সংবিধানের ১৪তম  এমেন্ডমেন্ট অনুসারে আমেরিকার ভূমিতে জন্ম নেয়া যেকোন শিশু সাংবিধানিক ভাবে নাগরিক। তাদের জন্মাধিকার কেড়ে নেয়ার ট্রাম্পের খায়েশ কখনো পূরণ হবে না। শুধুমাত্র অধ্যাদেশ দিয়ে এ মৌলিক আইন পরিবর্তন করা যাবে না। এ ধরনের আদেশ দিলে ওইদিনই মামলার মুখোমুখি হবেন ট্রাম্প।
উল্লেখ্য প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ২০১৮ সালে এমন ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।  কিন্তু এ ব্যাপারে তিনি আর এগোতে পারেননি।