মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

মেয়র এডামসের হাতে ‘আজকাল’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ২০ মে ২০২৩ শনিবার


        
আজকাল রিপোর্ট
নিউইয়র্কের মেয়র এরিক এডামসের হাতে তুলে দেয়া হয়েছে সাপ্তাহিক আজকাল। গত ১২ মে ‘রাইজ আপ নিউইয়র্ক সিটি’ আয়োজিত এক অনুষ্ঠানে মেয়রের হাতে শুভেচ্ছাস্বরূপ সেই দিনই প্রকাশিত ‘আজকাল’-এর একটি কপি তুলে দেন পত্রিকাটির সম্পাদক-প্রকাশক শাহ্নেওয়াজ। উল্লেখ্য, নতুন সম্পাদক শাহ্নেওয়াজের সম্পাদনায় প্রকাশিত ‘আজকাল’-এর এটিই প্রথম সংখ্যা। পত্রিকাটি হাতে তুলে দেয়ার সময় শাহ্নেওয়াজ পত্রিকাটির দায়িত্বভার গ্রহণের কথা মেয়রকে অবহিত করেন। মেয়র তাঁকে শুভেচ্ছা জানান।
মেয়র এডামস পত্রিকাটি হাতে পেয়ে নিজেই সেটি নিয়ে ফটো সাংবাদিকদের ছবি তোলার সুযোগ করে দেন। ‘রাইজ আপ নিউইয়র্ক সিটি’ আয়োজিত গত শুক্রবারের এই অনুষ্ঠানে আমেরিকার মূলধারার রাজনীতিক ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের হাতে হাতে ছিল পত্রিকাটি। নিউইয়র্ক স্টেট এসেম্বলিওম্যান জেসিকা রাজকুমারসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারাও পত্রিকাটি হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।