বৃহস্পতিবার   ০৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২০ ১৪৩২   ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ট্রাম্প কি নির্বাচনে দাঁড়াতে পারবেন?

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:১৬ এএম, ১৩ মে ২০২৩ শনিবার

যৌন নির্যাতনের মামলায় দন্ডিত  

আজকাল রিপোর্ট
 
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে একজন যৌন-নির্যাতনকারী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন। আরেকটি ফৌজদারি মামলারও আসামি। এমন সময় রায়টি হলো যখন তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী। রিপাবলিকান পার্টির প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে তিনিই এগিয়ে।  
মঙ্গলবার নিউইয়র্কের এক আদালতের জুরিরা রায় দিয়েছেন। ১৯৯০-এর দশকে ম্যানহাটানে ই জীন ক্যারল নামে এলি ম্যাগাজিনের একজন কলামিস্টের ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মিস ক্যারল অভিযোগ করেছিলেন ট্রাম্প তাকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমের ভেতর ধর্ষণ করেছিলেন। যৌন নির্যাতন ও মানহানির মামলায় ট্রাম্পকে ৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেবার আদেশ দিয়েছেন আদালত।
এর কিছুদিন আগেই গত ৩০শে মার্চ নিউইয়র্কে আরেক মামলায় তার সাথে সম্পর্কেও ব্যাপারে একজন পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেবার দলিলপত্র জালিয়াতির দায়ে ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। ওই মামলায় বলা হয় ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ওই পর্ণ  তারকাকে অর্থ দেবার পর তার ব্যবসায়িক কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে কোন সাবেক বা ক্ষমতাসীন প্রেসিডেন্টের ফৌজদারি মামলায় অভিযুক্ত হবার ঘটনা ট্রাম্পের ক্ষেত্রেই প্রথম। ট্রাম্প দুটি ক্ষেত্রেই নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এখন প্রশ্ন উঠেছে, আদালতের এই রায়ের পর তিনি কি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াতে পারবেন? এ প্রশ্ন এখন গোটা আমেরিকানদের। আইন বিশেষজ্ঞদের বরাত দিয়ে টাইম ম্যাগাজিন লিখেছে, এসব মামলার ফলে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে আবার নির্বাচন করার পথে কোন বাধা সৃষ্টি হবে কিনা। ইউসিএলএ ল' স্কুলের নির্বাচনী আইন সংক্রান্ত অধ্যাপক রিচার্ড হ্যাসেন বলেছেন, "যুক্তরাষ্ট্রে কেউ ‘ফেলোনি’ বা গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তার প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পথে কোন সাংবিধানিক বাধা নেই।