বৃহস্পতিবার   ০৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২০ ১৪৩২   ১১ রবিউল আউয়াল ১৪৪৭

পেন্টাগনের গোয়েন্দা নথি ফাঁস: ১ সন্দেহভাজন গ্রেফতার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৪০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার


আজকাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্যাক টিক্সেরা নামের সন্দেহভাজন এই ব্যক্তিকে ম্যাসাচুসেটস থেকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, ‘এফবিআই জ্যাক টিক্সেরা নামের ওই ব্যক্তিকে অননুমোদিতভাবে স্পর্শকাতর জাতীয় প্রতিরক্ষা তথ্য অপসারণ, সংরক্ষণ এবং তা ছড়িয়ে দেয়ার বিষয়টি তদন্তের জন্য গ্রেপ্তার করেছে।’
এফবিআই জানিয়েছে, ম্যাসাচুসেটসের নর্থ ডাইটনের একটি বাড়িতে বেআইনি কার্যক্রম পরিচালনার সময় এজেন্টরা টিক্সেরাকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে, ২১ বছর বয়সী জ্যাক টিক্সেরা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অনলাইন গ্রুপের সদস্য। সেখানেই সে নথিগুলো পোস্ট করেছিল। নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, জ্যাক টিক্সেরার নেতৃত্বাধীন গ্রুপটির নাম ‘থাগ শেকার সেন্ট্রাল’। গ্রুপটিতে ২০ থেকে ৩০ জন ব্যক্তি বন্দুকের প্রতি তাদের আগ্রহের কথা শেয়ার করেছেন। পাশাপাশি বর্ণবাদী মিমস, ভিডিও গেমস শেয়ারও করেছে গ্রুপটিতে।
এদিক নথি ফাঁস হওয়ার বিষয়টি আসার পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, মার্কিন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে নথি ফাঁসকারী ব্যক্তিকে শনাক্ত করতে। এবং তারা সন্দেহভাজনকে শনাক্ত করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে।
নথিগুলোর বিষয়ে প্রথম জানা যায় গেলো মার্চের শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডে নথিগুলোর ব্যাপারে পোস্ট করা হয় বেশ কিছু ছবি। পরে গত ৭ এপ্রিল নথিগুলোতে থাকা তথ্যও ফাঁস হতে থাকে, যার অধিকাংশই অতি গুরুত্বপূর্ণ নথি বলে লিপিবদ্ধ ছিল।  
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথিতে যুক্তরাষ্ট্রের মিত্র এবং শত্রু দেশগুলোর ওপর গোয়েন্দা মূল্যায়নের মূল্যবান তথ্য রয়েছে। যদিও প্রায় সব সংস্থাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র সরকার এ নথি ফাঁস ঠেকাতে এবং ফাঁস হওয়া নথি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও মিত্র দেশগুলোর আশঙ্কা, এ নথি ফাঁস হওয়ার ফলে গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক নষ্ট হতে পারে।    
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁসকারী ব্যক্তি বিশের কোটার বয়সী এক যুবক। তিনি একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাজ করতেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি অনলাইন চ্যাট গ্রুপের সদস্যদের উল্লেখ করে এই দাবি করেছে। এই গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনায় জাতীয় নিরাপত্তা সংস্থা তদন্ত শুরু হয়েছে। তথ্য ফাঁসকারী যুবকের বন্দুকের প্রতি আগ্রহ রয়েছে।
ফাঁস হওয়া এসব নথি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। এগুলো সংবেদনশীল নথির ছবি হিসেবে প্রকাশ করা হয়েছে ডিসকর্ড, ৪চ্যান, টেলিগ্রাম ও টুইটার অ্যাপে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এবং আইন মন্ত্রণালয় এসব ফাঁসের ঘটনায় জাতীয় নিরাপত্তার ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছে এবং ইউক্রেনসহ মিত্র দেশগুলোর সম্পর্ক স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে।