পোস্টাল স্ট্যাম্পের দাম আবার বাড়ছে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:১৫ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার

আজকাল রিপোর্ট
পোস্টাল স্ট্যাম্পের দাম প্রাইজ আবার বাড়ছে। আগামী জুন থেকেই তা হচ্ছে ৬৬ সেন্টস । চলতি ২০২৩ সালে পোস্টাল স্ট্যাম্পের এটি দ্বিতীয় দফা দাম বৃদ্ধি। বর্তমানে স্ট্যান্ডার্ড ফরএভার স্ট্যাম্পের দাম ৬৩ সেন্টস। ইনফ্লেশনের কারণ দেখিয়ে তা আবার বাড়ানো হচ্ছে। ইউএস পোস্টাল সার্ভিস এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত দুই বছরে স্ট্যাম্পের দাম বাড়লো চারবার। গত বছরই এই মূল্য ছিল ৬০ সেন্টস। এখন তা হবে ৬৬ সেন্টস। ২০১৯ সালে স্ট্যাম্পের দাম ছিল ৫০ সেন্টস।
পোস্টমাস্টার জেনারেল লুইস ডি জয় বলেছেন, পোস্ট অফিস চলছে লোকসানে। তবে তা একটি সীমার মধ্যে রাখার চেষ্টা করছি। ওয়ার্ক আওয়ার কমানো ও ট্রান্সপোর্টেশন কস্ট কমিয়ে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি। এর ওপর যোগ হয়েছে ইনফ্লেশন। এ কারণে আবারও স্ট্যাম্পের দাম বাড়ানো হচ্ছে।