মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রোববার

প্রেসিডেন্ট জো বাইডেন (৮০)। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। শুরুর দিকের কয়েক মাস জনপ্রিয়তা থাকলেও এখন তা ৪০ শতাংশেরও নিচে।
এমন অনাহূত পরিবেশে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে সংশয় জন্মেছে। বাইডেনের সবচেয়ে ঘনিষ্ঠজনেরা অবশ্য জোর দিয়ে বলছেন, নির্বাচনি প্রচারণা শুরু হবে শিগগিরই।
কিন্তু বাইডেন নিজে এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন বলে দৃশ্যত মনে হচ্ছে না। জনমত জরিপগুলো বলছে, বাইডেনে অনীহা বাড়ছে ভোটারদের।
কিন্তু সম্ভাব্য প্রার্থীরা নিজেরাই বলছেন-বাইডেন যদি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেন, তাহলে তারা প্রতিদ্বন্দ্বী হবেন না। বাইডেন যদি সত্যি সত্যিই না দাঁড়ান তা হলে কী হবে পরিস্থিতি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থীদের সেই হাঁড়ির খবরই তুলে ধরা হয়েছে বিবিসির এই প্রতিবেদনে।
ম্যারিয়েন উইলিয়ামসন : আত্মোন্নয়নবিষয়ক শিক্ষাগুরু ম্যারিয়েন উইলিয়ামসন হলেন প্রথম ডেমোক্র্যাট যিনি ২০২৪ সালের নির্বাচনের লড়তে দলের মনোনয়ন চেয়েছেন এবং মার্চ মাস থেকে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন। সত্তর-বছর বয়সি মিসেস উইলিয়ামসন দীর্ঘদিন ধরে সামাজিক ন্যায়বিচারের পক্ষে আন্দোলন করছেন।
রবার্ট এফ কেনেডি জুনিয়র : ভ্যাকসিন-বিরোধী আন্দোলনকর্মী রবার্ট এফ কেনেডি জুনিয়র হোয়াইট হাউসের জন্য লড়াইয়ের জন্য তার কাগজপত্র জমা দিয়েছেন। এপ্রিলের পর থেকে প্রচারাভিযান শুরু করবেন বলে ঘোষণা করেছেন। প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। প্রয়াত অ্যাটর্নি জেনারেল ববি কেনেডির ছেলে। রবার্ট এফ কেনেডি জুনিয়র বংশের ১২তম সদস্য যিনি রাজনৈতিক পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ আইনজীবী হিসেবে কাজ করছেন।
কমলা হ্যারিস : একজন বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালে যিনি সম্ভবত সবচেয়ে বেশি লাভবান হবেন তিনি হলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি একজন সাবেক পাবলিক প্রসিকিউটর যিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং মার্কিন সিনেটর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ৫৮ বছর বয়সি কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট এবং প্রথম এশীয়-আমেরিকান ভাইস-প্রেসিডেন্ট হিসাবে ২০২০ সালে নারী নেতৃত্বের বিরুদ্ধে অদৃশ্য বাধার পাঁচিলটি ভেঙে ফেলতে সক্ষম হন।
বার্নি স্যান্ডার্স : প্রার্থিতার ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স বড় সমস্যা হয়ে দাঁড়ালে ৮১ বছর বয়সি বার্নি স্যান্ডার্সকে মনোনয়ন দেওয়ার যুক্তি অনেকের কাছে অর্থবোধক নাও হতে পারে। ভারমন্ট অঙ্গরাজ্যের এই সিনেটর রাজনীতির মাঠে আছেন অনেক দিন। বেশির ভাগ ভোটারই তাকে বামশক্তির একজন আদর্শ বাহক হিসাবে দেখে থাকেন। স্বতন্ত্র প্রার্থী হলেও স্যান্ডার্স ভোটের সময় ডেমোক্র্যাটদের সাথেই থাকেন।