ট্রাম্প অভিযুক্ত: মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২০ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার

স্টর্মি ড্যানিয়েল সংক্রান্ত মামলায় গ্র্যান্ড জুরির অভিমত
আজকাল রিপোর্ট
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এডাল্ট চলচ্চিত্রের অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েল সংক্রান্ত মামলায় অভিযুক্ত হয়েছেন। ম্যানহাটানের গ্রান্ড জুরি গতকাল বৃহস্পতিবার তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। ক্রিমিনাল মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের শুরুতে গ্রেফতার হতে পারেন। তবে তার এটর্নি বলেছেন, ট্রাম্প আদালতে আত্মসমর্পন করবেন। সম্ভবত আগামী মঙ্গলবারেই তিনি নিজে থেকে আদালতে হাজির হবেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করার এবং তার গ্রেফতারের দৃষ্টান্ত আর নেই। পৃথিবীর মানুষ এই প্রথম এমন একটি ঘটনা প্রত্যক্ষ করছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে শুনানি ও বিচার-বিশ্লেষণের পর গ্রান্ড জুরি এই সিদ্ধান্তে এসেছেন। তার বিরুদ্ধে ৩৪ কাউন্টের অভিযোগ আনা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর মধ্যে ৩০ কাউন্টই তার ব্যবসা সংক্রান্ত। অবশ্য গ্রান্ড জুরির সীল করা অভিযোগপত্র আদালতে না খোলা পর্যন্ত কোন মামলায় কি কি অভিযোগে তিনি অভিযুক্ত হলেন তা বিস্তারিত জানা যাবে না।
তবে যে মামলাটি সর্বাধিক আলোচনায় রয়েছে সেটি পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েল সংক্রান্ত। স্টর্মির সাথে তার ‘বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের’ বিষয়টি গোপন রাখার জন্য ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প তাকে মোটা অংকের অর্থ প্রদান করেছিলেন। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এ ব্যাপারে ব্যাপক তদন্ত চালায়। স্টর্মি দাবী করেছেন ট্রাম্প তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখার জন্য তাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার প্রদান করেছিলেন।
ট্রাম্প অভিযুক্ত হওয়ার এই ঘটনায় সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক সিটির নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ট্রাম্প আগেই তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে রেখেছেন তাকে গ্রেফতার করা হলে কিংবা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হলে তারা যেন প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
অভিযুক্ত হওয়ার খবরে তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তিনি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। ট্রাম্পের দুই ছেলেও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার বলেছেন, আমাদের দূর্নীতিপরায়ন সুশীল সমাজ ভয়ঙ্কর ধরনের অপরাধের কোন গুরুত্ব দেন না, তারা ট্রাম্পকে নিয়ে আতঙ্কিত। এরিক ট্রাম্প একে তৃতীয় বিশ্বের রাজনৈতিক হয়রানিমূলক ঘটনার সাথে তুলনা করে বলেছেন, নির্বাচনের বছরে এভাবে একজন রাজনৈতিক বিরোধী ব্যক্তিকে টার্গেট করা হলো।
ট্রাম্পকে অভিযুক্ত করায় ক্ষুব্ধ রিপাবলিকানরা। হাউস স্পীকার কেভিন ম্যাকার্থি ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্ণি আলভিন ব্র্যাগের তীব্র সমালোচনা করে বলেছেন, আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে আলভিন ব্র্যাগ আমাদের দেশের অপূরণীয় ক্ষতি সাধন করলেন। তাকে এর জন্য জবাবদিহি করতে হবে।
ট্রাম্প কিভাবে আদালতে হাজির হবেন তা নিয়ে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। সাধারণ আসামীদের প্রতি যে আচরণ করা হয় তার ক্ষেত্রে তাই হওয়ার কথা থাকলেও সাবেক প্রেসিডেন্ট হিসেবে এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী হিসেবে তিনি নিরাপত্তামূলক কিছু বিশেষ সুবিধা পেতে পারেন। এ ব্যাপারে সিক্রেট সার্ভিস, ইউ এস মার্শাল সার্ভিস এবং নিউইয়র্ক পুলিশের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন।