প্রত্যেক সন্তান প্রতিমাসে পাবে ৩০০ ডলার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০২ এএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

বাইডেনের আগামী বাজেটে চাইল্ড ক্রেডিট বৃদ্ধির প্রস্তাব
আজকাল রিপোর্ট
প্রত্যেক ছেলেমেয়েকে প্রতিমাসে আবারও চাইল্ড ক্রেডিট খাতে ৩০০ ডলার করে প্রদানের উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ অন্তর্ভুক্ত থাকছে। করোনাকালীন ও করোনাত্তোরকালীন সময়ে প্রত্যেক সন্তানকে প্রতিমাসে ৩০০ ডলার করে দেয়া হতো। দরিদ্র পরিবারগুলোর মধ্যে এর ইতিবাচক প্রভাব পড়েছিল। অনেক পরিবারের বাজার খরচ হতো এই চাইল্ড ক্রেডিটের অর্থে। যে পরিবারে ৩টি সন্তান ছিল তারা প্রতিমাসে ৯ শত ডলার করে পেতেন। এর ফলে ২০২১ সালে চাইল্ড পোভার্টি লেভেল অর্ধেকে নেমে এসেছিল। আমেরিকার ইতিহাসে তা ছিল সর্বনি¤œ।
২০২৪ সালের বাজেটে চাইল্ড ক্রেডিট ২ হাজার ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ডলারে উন্নীত করা হবে ৬ থেকে ১৭ বছরের ছেলেমেয়েদের দের জন্য। ৬ বা তার নীচের ছেলেমেয়েদের দেয়া হবে ৩৬০০ ডলার করে। অতীতের ন্যায় এই ৩৬০০ ডলারের মধ্যে ৩০০ ডলার করে প্রত্যেক মাসে ছেলেমেয়েদের বাবা-মা কিংবা অভিভাবকের ঠিকানায় পাঠানো হবে। এ পদ্ধতিতে ৬ মাসে পাঠানো হবে ১৮ ‘শ ডলার। বাকি ১৮ ‘শ ডলার ২০২৫ সালে ট্যাক্স ফাইলের সময় চাইল্ড ক্রেডিট হিসেবে ক্লেইম করা যাবে। প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন, নিঃসন্তান (চাইল্ডলেস ওয়ার্কার্স) আনর্ড ইনকাম ট্যাক্স ক্রেডিট বাড়ানোর জন্য। এতে স্বল্প আয়ের কর্মচারিরাও দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তা পাবেন। প্রেসিডেন্ট বাইডেন প্রেসক্রিপশন ড্রাগসের কস্ট কমানোর জন্যও কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন।
ইনফ্লেশন ডাটা’র তথ্যানুসাওে করোনার পর থেকে নিউইয়র্কাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। গত ১ বছরেই খাদ্যসামগ্রীর দাম বেড়েছে শতকরা ৮ ভাগ। ২০২৪ সালে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানো হলে নিউইয়র্ক স্টেটের জনগোষ্ঠী বেশি উপকৃত হবে। এই অতিরিক্ত ব্যয় সামলানোর জন্য ধনিক শ্রেনীর ওপর ট্যাক্স ২১ ভাগ থেকে বাড়িয়ে ২৫ ভাগে করার প্রস্তাব করেছে বাইডেন প্রশাসন।