মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ১৭ ১৪৩২   ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

গ্রীন কার্ডের আবেদন ফি বাড়ছে!

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৬ এএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে সাড়ে ৩ হাজার ডলার

 
আজকাল রিপোর্ট
স্বপ্নের আমেরিকায় স্ত্রী বা স্বামীকে বাংলাদেশ থেকে আনতে আবেদন ফি দিতে হবে ৭ শত ২০ ডলার। বর্তমানে দিতে হয়  ৫৩৫ ডলার। বাড়ানো হচ্ছে শতকরা ৩৫ ভাগ। আর বিবাহভিত্তিক গ্রীনকার্ডের আবেদন ফি ৩ হাজার ৬ শত ডলার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।। বর্তমানে বিবাহভিত্তিক গ্রীনকার্ড (ম্যারিজ-বেজড গ্রীনকার্ড) এর আবেদন ফি ১৭৬০ ডলার। তা বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণেরও বেশি। পরিবারের অন্যান্য সদস্যদের স্পন্সর করে যুক্তরাষ্ট্রে আনতে চাইলে গ্রীনকার্ডের আবেদনের জন্য জমা দিতে হবে ৭ শত ১০ ডলার। যা বর্তমানে দিতে হয়  ৪৭৫ ডলার। এটি বাড়ানো হচ্ছে শতকরা ৩৩ ভাগ।
গ্রীন কার্ড আবেদন ফি বৃদ্ধির এই প্রস্তাব ইউএস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর।  এই আবেদন ফি বাড়ানো সম্পর্কে মতামত গ্রহণ বা পাবলিক হিয়ারিং সম্পন্ন হয়েছে। বাইডেন প্রশাসন গত জানুয়ারিতে এইসব ফি বৃদ্ধির প্রস্তাব করেছিল।  এর পরপরই তা পাবলিক হিয়ারিং এর জন্য উন্মুক্ত করা হয়। ১৩ মার্চ এর ওপর মতামত গ্রহণ শেষ হয়েছে। এতে প্রায় ৭ হাজার মতামত জমা পড়ে। তবে অনেকেই এই ফি বৃদ্ধিকে অস্বাভাবিক আখ্যায়িত করেছেন এবং এর বিরুদ্ধে মত প্রদান করেছেন। এখন এই প্রস্তাবনাগুলি চূড়ান্ত করে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। কবে থেকে বাস্তবায়িত হবে তা এখনও ঘোষণা করা হয়নি।
ইউএসসিআইএস-এর এই প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের অধিকাংশ আবেদনের ফি বাড়ানোর কথা বলা হয়েছে। এর মধ্যে ম্যারিড বেজড গ্রীনকার্ডের আবেদন ফি বৃদ্ধির হারই সর্বোচ্চ। এই বৃদ্ধি সাড়ে ৩ হাজার ডলারেরও বেশি। ইএসসিআইএস এই বৃদ্ধির পক্ষে যুক্তি হিসেবে বলেছে, সঠিক সম্পর্কের (বিবাহিত) প্রমাণ পেতে অনেক পদক্ষেপ নিতে হয়। এ জন্য সংস্থার খরচ হয় অনেক বেশি।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছেন, সংস্থাটি পরিচালিত হয় ইমিগ্র্যান্টদের দেয়া বিভিন্ন ফি থেকেই। ফি বাড়ানো হচ্ছে অধিক স্টাফ নিয়োগ ও ইমিগ্রেশনের ব্যাকলগ দূর করার জন্য।