শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

স্টুডেন্ট লোন মওকুফ স্থায়ীভাবে বন্ধ করুন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সুপ্রীম কোর্টের প্রতি ১৭০ রিপাবলিকান কংগ্রেসম্যান

 
আজকাল রিপোর্ট
প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত স্টুডেন্ট লোন মওকুফ বন্ধ করার জন্য রিপাবলিকান দলীয় ১৭০ জন কংগ্রেসম্যান সুপ্রীম কোর্টের প্রতি আহবান জানিয়েছেন। গত বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট ‘হায়ার এডুকেশন রিলিফ অপরচুনিটিস ফর স্টুডেন্টস অ্যাক্ট অব ২০০৩’  ব্যবহার করে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে সাংবিধানিক এখতিয়ারের প্রশ্ন তুলে রিপাবলিকান অধ্যুষিত কয়েকটি স্টেটের গভর্ণররা এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাননীয় আদালত এক আদেশে শুনানী না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের ওপর নিষেধ্জ্ঞা জারি করেন। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এর ওপর শুনানী। জুন নাগাদ আসবে রায়। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই গত শুক্রবার কংগ্রেসের ১৭০ জন রিপাবলিকান সদস্য বাইেেডনের আদেশ স্থায়ীভাবে ব্লক করতে ‘এমিকাস ব্রিফ ডকুমেন্টস’ স্বাক্ষর করেছেন। তারা সুপ্রীম কোর্টকে অনুরোধ করেছেন স্টুডেন্ট লোন মওকুফ ব্লক করতে।
তারা যুক্তি দেখিয়ে বলেছেন, প্রেসিডেন্টের কর্তৃত্বই নেই স্টুডেন্ট লোন মওকুফের। তিনি কংগ্রেসকে বাইপাস করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এটা করেছেন। হাউজ স্পীকার কেভিন ম্যাকার্থি অবশ্য এই ১৭০ জনের তালিকায় নেই। তবে হাউজ মেজরিটি লিডার স্টিভ স্কালিস, মেজরিটি হুইপ টম ইমার ও হাউজ জুডিসিয়ারি চেয়ারম্যান জিম জর্ডান এতে স্বাক্ষর করেছেন।  তাদের এই সম্মলিত বিরোধিতায় স্টুডেন্ট লোন মওকুফের সম্ভাবনা আরও একধাপ পিছিয়ে গেল। বাইডেনের আদেশ কার্যকর হলে ৪ কোটি ৩০ লাখ আমেরিকান স্টুডেন্ট ঋণের বোঝা থেকে পুরোপুরি বা আংশিক রেহাই পেতেন।