বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

১৮ বছরের কম বয়স্কদের জন্য ‘ব্রডওয়ে শো’ ফ্রি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৬ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েরা বিনা পয়সায়  ‘ব্রডওয়ে শো’ দেখার সুযোগ পাচ্ছেন। প্রতি বছরের ন্যায় এবারও এ শো দেখানো হবে। এটি হচ্ছে ২৫তম বার্ষিক ‘কিডস নাইট অন ব্রডওয়ে’। ছেলেমেয়েরা এই স্প্রীং পিরিয়ডে ( ১ মার্চ থেকে ৩১ মে) ব্রডওয়ের বেস্ট শো গুলো বিনামূল্যে দেখবে। অফিসিয়ালী এই ফ্রি শো শুরু হবে ২১ মার্চ থেকে।
১৮ বছরের নীচের ছেলেমেয়েদের কোন বয়স্ক অভিভাবকের সাথে প্রেক্ষাগৃহে ঢুকতে হবে। কার্যত বয়স্ক ব্যক্তিটি চাইল্ডসহ ২টি টিকেট কিনবেন। কিন্তু মূল্য পে করতে হবে ৫০ শতাংশ।
প্রতিবছর গোটা আমেরিকায় ১ লাখ ৮৩ হাজার কিডস ও টিনস ফ্রি শো দেখতে আসে। ব্রডওয়ে লীগের প্রেসিডেন্ট চ্যারোলেট মার্টিন বলেছেন, এতে ছেলেমেয়েদের সাথে লাইভ মুভি দেখার একটা সেতু বন্ধন তৈরি হচ্ছে। তা ইন্ডাস্ট্রিজের জন্য ভালো।