সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৬ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

সীমান্ত পরিদর্শনে প্রেসিডেন্ট বাইডেন

বর্ডার পার হলেই এসাইলাম নয়

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৭ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার


 

 

আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের সীমান্তে দাঁড়িয়ে প্রেসিডেন্ট বাইডেন বললেন, বর্ডার ক্রস করলেই এসাইলাম নয়। সীমান্তে এলেই আমেরিকা প্রবেশ করা যাবে না। অবৈধ অভিবাসীদের সীমান্ত থেকে দূরে থাকতে হুঁশিয়ারিও দেন তিনি
প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে ঢোকা মাত্রই সবাইকে বহিস্কার করা হবে। গত রোববার তিনি টেক্সাসের এল পাসো শহরের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান। ডেমোক্র্যাট অধ্যুষিত এ শহরটি মাইগ্রেন্টদের চাপে হাবুডবু খাচ্ছে। মেক্সিকোর লাগোয়া এ শহরের প্রতিদিন হাজার হাজার ইমিগ্র্যান্ট প্রবেশ করে। সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিমাসে ৩০ হাজার মাইগ্রেন্ট প্রবেশ করতে পারবে যদি তাদের প্রয়োজনীয় কাগজপত্র থাকে। তাদের অবশ্যই নিজ দেশে থাকতেই আবেদন করতে হবে। তাদেও একজন মার্কিন স্পন্সর থাকতে হবে এবং তাদেও ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। অবশ্য বাইডেনের এ ঘোষণার তীব্র সমালোচনা করেছেন টেক্সাসের গর্ভনর অ্যাবোট।
 চলতি বছরের শুরু থেকে প্রতি মাসে কিউবা, নিকারাগুয়া, হাইতি ও ভেনিজুয়েলা থেকে ৩০ হাজার অভিবাসীকে নেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অভিবাসী নেবার এ কর্মসূচিতে গুরুত্ব দেয়া হবে ইউএস-মক্সিকো সীমান্তে অপেক্ষামান হাজার হাজার অভিবাসন প্রত্যাশীদের। তাদের বড় অংশ হাইতি থেকে এসেছে। আরও আছে কিউবা, নিকারাগুয়া ও ভেনিজুয়েলা থেকে আসা লোকজনও।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে আসতে ইচ্ছুক ভেনিজুয়েলান নাগরিকদের জন্য একটি নতুন নীতি করেছিল ওয়াশিংটন। তদানুসারে ভেনিজুয়েলার যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে স্পন্সর জোগাড় করতে পারবেন, তারা দেশটিতে প্রবেশ ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।