মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভয়াবহ শীতের কবলে য়ুক্তরাষ্ট্র

ধেয়ে আসছে ‘বোম্ব সাইক্লোন’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

 

 
আজকাল রিপোর্ট
ধেয়ে আসছে ‘বোম্ব সাইক্লোন’। প্রায় অর্ধেক আমেরিকা এই ভয়ঙ্কও সাইক্লোনের কবলে পড়বে। পবিত্র বড়দিনকে সামনে রেখে আমেরিকার মানুষদেও এখন মোকাবেলা করতে হচ্ছে সাইক্লোন, অতি বৃষ্টি, প্রচন্ড তুষারপাত ও প্রবল ঠান্ডা। জিরো ডিগ্রী ফারেনহাইটের নীচে তাপমাত্র নেমে আসবে অনেক স্থানে।
নিউইয়র্কের বাফেলোতে আবহাওয়াবিদরা ১ থেকে ৩ ফিট তুষারপাতের আশংকা করছেন। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৭০ মাইলেরও বেশি। বাফেলোর মেয়র বায়রন ব্রাউন বলেছেন, এ ঝড় ‘লাইফ থ্রেটনিং’ হতে পারে। শীতের তীব্রতা আঘাত করছে কানাডিয়ান বর্ডার থেকে মেক্সিকান বর্ডার, ওয়াশিংটন স্টেট থেকে ফ্লোরিডা, সাউথ  (টেক্সাস) থেকে সাউথ ইস্ট ও নর্থ ইস্ট (নিউইয়র্ক, নিউজার্সি, ম্যাসেসুয়েটস ও কানেকটিকাট)। শুক্রবার মধ্যরাত অবধি তুষার ও ঝড়ের তান্ডব চলতে পারে।
বৃহস্পতিবার রাত থেকেই শীত ও সাইক্লোনের তীব্রতা বাড়তে শুরু করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইতোমধ্যেই ২,৪০০টি বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও বাতিলের আশংকা করা হচ্ছে। ভ্যাকেশনে বের হওয়া কোটি আমেরিকানের আনন্দভ্রমণ এখন দুর্বিসহ হয়ে উঠেছে । প্রেসিডেন্ট জো বাইডেন এই ভয়াবহ সাইক্লোনকালীন সময়ে আমেরিকানদের নিরাপদ স্থানে থাকতে আহবান জানিয়েছেন। দুর্যোগ মোকাবেলায় ফেডারেল ইমারজেন্সী ম্যানেজমেন্ট এজেন্সীকে (ফিমা) প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।