বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ম্যানহাটান-জেএফকে ৭০ ডলার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ট্যাক্সির ভাড়া বৃদ্ধি পেয়েছে

 
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন কর্তৃক ঘোষিত মেডিলিয়ান ট্যাক্সি ও গ্রীন ট্যাক্সির ভাড়া বৃদ্ধি গত সোমবার থেকে কার্যকর হয়েছে। দীর্ঘ ১২ বছর পর টিএলসি ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করলো। ভাড়া বৃদ্ধির ফলে আগের নূন্যতম ভাড়া ২.৫০ ডলারের স্থলে ৩ ডলার দিয়ে শুরু হয়েছে। এমটিএ, হ্যান্ডিক্র্যাাফ্ট ও কনজেশন সারচার্জ ৩.৩০ ডলারের স্থলে ৪ ডলার হয়েছে।
বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে সার চার্জ ১ ডলারের স্থলে ২ ডলার করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট সারচার্জ ৫০ সেন্টের পরিবর্তে ১ ডলার করা হয়েছে। জেএফকে এয়ারপোর্ট থেকে ম্যানহাটান বা ম্যানহাটান থেকে জেএফকে এয়ারপোর্টের আগে ফ্লাট রেট ছিল ৫২ ডলার। এখন তা করা হয়েছে ৭০ ডলার। নিউইয়ার্ক এয়ারপোর্টের ভাড়া আগে ২০ ডলার দিয়ে শুরু হতো।  সেটা এখন থেকে ২৩ ডলার । জেএফকে’র ফ্লাট রেট ৭০ ডলার হওয়ায় ইয়োলো ক্যাব ড্রাইভারর সন্তোষ প্রকাশ করেছেন।