ইউক্রেনে হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে জেলেনস্কি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৫৭ এএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবার বিদেশ সফর করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার যুক্তরাষ্ট্রে সফরে যান জেলেনস্কি।
সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। বৈঠকে জেলেনস্কিকে ‘বছরের সেরা মানুষ’ হিসেবে আখ্যা দেন বাইডেন। বাইডেনের সম্মানার্থে তাকে মিলিটারি অ্যাওয়ার্ড প্রদান করেন জেলেনস্কি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উন্নত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ ১.৮৫ বিলিয়ন মূল্যের আরও সহায়তা দেওয়া হবে।